Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Space Research: ISRO ও NASA-র বেতনের ফারাক?

Space Research: ISRO ও NASA-র বেতনের ফারাক?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 16, 2023 | 6:41 PM

ISRO and NASA: বিশ্বের সেরা মহাকাশ গবেষণা সংস্থা NASA । সারা দুনিয়ায় মহাকাশ গবেষণা খাতে সর্বাধিক খরচ করে আমেরিকা। সেই তুলনায় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বরাদ্দ অর্থ নেহাতই নগণ্য। মহাকাশ গবেষণায় বরাদ্দের নিরিখে বিশ্বে অষ্টম স্থানে ভারত। তাদের নভশ্চররা কেমন বেতন পেয়ে থাকেন।

বিশ্বের সেরা মহাকাশ গবেষণা সংস্থা NASA। সারা দুনিয়ায় মহাকাশ গবেষণা খাতে সর্বাধিক খরচ করে আমেরিকা। সেই তুলনায় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বরাদ্দ অর্থ নেহাতই নগণ্য। মহাকাশ গবেষণায় বরাদ্দের নিরিখে বিশ্বে অষ্টম স্থানে ভারত। তাদের নভশ্চররা কেমন বেতন পেয়ে থাকেন। ২০১৩-র বেতনক্রম অনুসারে নাসায় বিজ্ঞানীদের সর্বোচ্চ ৭৭ লাখ ৩০ হাজার ৫৬৬ টাকা বা বছরে ৯৩ হাজার ১৭৫ ডলার বেতন দেওয়া হত। ২০১৮-এ GS 12 গ্রেডের নভশ্চররা পেতেন বার্ষিক ৬৩ হাজার ৬০০ ডলার। দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করলে স্টেপ ১০ এ তাঁর বার্ষিক আয় হয় ৮২ হাজার ৬৮০ ডলার। GS 13 গ্রেডে স্টেপ ১ বিজ্ঞানী ও গবেষকরা পান ৭৫ হাজার ৬২৮ ডলার। স্টেপ ৩ বিজ্ঞানীদের পেমেন্ট ৯৮ হাজার ৩১৭ ডলার। এই নিরিখে ইসরোর বিজ্ঞানীরা কেউই কোটিপতি নন। তাঁদের জীবনযাপন সাধারণ মানের। সূত্রের খবর ISRO চেয়ারম্যানের মাসিক বেতন আড়াই লাখ টাকা। অন্যান্য পদের বিজ্ঞানী ও গবেষকদের বেতন কাঠামো অন্য।