Weather Update: বৃষ্টি থাকবে নাকি আবার গরম?
শনি রবি বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কিন্তু তারপর আবার গরম বাড়বে। কলকাতায় রবিবার বৃষ্টি হবে। রবিবার থেকে আবার তাপপ্রবাহ। ফলে গরম কিন্তু কমছে না।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এগোচ্ছে মৌসুমী বায়ু। শনি রবি বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কিন্তু তারপর আবার গরম বাড়বে। কলকাতায় রবিবার বৃষ্টি হবে। রবিবার থেকে আবার তাপপ্রবাহ। ফলে গরম কিন্তু কমছে না। জি কে দাস, অধিকর্তা, জানাচ্ছেন মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে অনেকটাই। আসাম পৌঁছে গেছে। এবার তার গন্তব্য সিকিম। এরফলে আবহাওয়া বৃষ্টির অনুকূল রয়েছে। সে কারণে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাত হবে। কিন্তু এখনই আবহাওয়া ঠান্ডা হবে না। গরমও থাকবে। থাকবে তাপ প্রবাহের সতর্কতাও। কলকাতার আবহাওয়া আপাতত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবার বাড়বে তাপমাত্রা।