Octra Mini Folding Washing Machine: এই ছোট ওয়াশিং মেশিনে দাগ যাবে ২ মিনিটে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 10, 2023 | 6:22 PM

কম দামেই কিনতে পারবেন পোর্টেবল ওয়াশিং মেশিন। কিনতে পারেনে Octra Mini Folding Washing Machine। এই পোর্টেবল ওয়াশিং মেশিন খুবই ছোট। দেখতে অনেকটা বালতির মতো। বেশি জামা কাপড় দেওয়া যাবে না । Octra Mini Folding Washing Machine দাম ২,৯৯৯ টাকা

গরমে জামা কাপড় খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। ময়লা জামা কাপড় পরিষ্কার করতে অনেকেই ওয়াশিং মেশিন কেনেন। সেই ওয়াশিং মেশিনের দাম অনেকটাই বেশি। অনেকেই ওয়াশিং মেশিনের দাম বেশির জন্য কিনতে পারেন না। কম দামেই কিনতে পারবেন পোর্টেবল ওয়াশিং মেশিন। কিনতে পারেনে Octra Mini Folding Washing Machine। এই পোর্টেবল ওয়াশিং মেশিন খুবই ছোট। দেখতে অনেকটা বালতির মতো। বেশি জামা কাপড় দেওয়া যাবে না । Octra Mini Folding Washing Machine দাম ২,৯৯৯ টাকা। এতে আপনি পাবেন বিভিন্ন মোড। এই পোর্টেবল ওয়াশিং মেশিন খুবই হালকা। এই ওয়াশিং মেশিনের উচ্চতা ১৫ ইঞ্চি। এটি আপনি ভাঁজ করেও রাখতে পারবেন। ২কেজি কাপড় কাচতে পারবেন। ঘুরতে গেলেও এই পোর্টেবল ওয়াশিং মেশিন নিয়ে যেতে পারবেন। খুব সহজেই এই ওয়াশিং মেশিনে কাপড় কাচতে পারবেন।