Central Air Condition: এই যন্ত্র লাগালেই গোটা বাড়ি  এয়ার কন্ডিশনড!

Central Air Condition: এই যন্ত্র লাগালেই গোটা বাড়ি এয়ার কন্ডিশনড!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 10, 2023 | 6:12 PM

এই এসি ইনস্টল করলে আলাদা করে সব ঘরে এসি কিনতে হবে না। সব ঘরই ঠান্ডা হবে। এই এসি অনেকটাই সস্তা হবে। এই সেন্ট্রাল এসি ইনস্টল করতে হবে ছাদে বা বেসমেন্টে। বাড়ির সব জায়গাতে শীতল ভেন্ট রাখতে পারেন। এই এসিতে বাড়ির সব জায়গাতে তাপমাত্রা একই থাকবে। সেন্ট্রাল এসির দাম একটু বেশি হয় সাধারণ এসির থেকে।

গরম বেড়েই চলেছে রোজ। এই গরম থেকে মুক্তি পেতে এসি চালান অনেকেই। বাড়িতে সব ঘর এসি ইনস্টল করতে গেলে অনেক টাকার খরচ। বাড়বে ইলেকট্রিসিটি বিল। এই অবস্থা থেকে মুক্তি পেতে কিনতে পারেন সেন্ট্রালাইজ়ড এসি। এই এসি ইনস্টল করলে আলাদা করে সব ঘরে এসি কিনতে হবে না। সব ঘরই ঠান্ডা হবে। এই এসি অনেকটাই সস্তা হবে। এই সেন্ট্রাল এসি ইনস্টল করতে হবে ছাদে বা বেসমেন্টে। বাড়ির সব জায়গাতে শীতল ভেন্ট রাখতে পারেন। এই এসিতে বাড়ির সব জায়গাতে তাপমাত্রা একই থাকবে। সেন্ট্রাল এসির দাম একটু বেশি হয় সাধারণ এসির থেকে। আপনার বাড়তে ৩ টি ঘর থাকলে,৩ টি ১.৫ টনের এসির দাম ১ লাখ টাকার বেশি হয়। কিন্তু সেন্ট্রাল এসির জন্য আপনাকে খরচ করতে হবে ১ লাখের মধ্যে। সেন্ট্রাল এসির দাম বেশি বা কম নির্ভর করে টন ক্ষমতার জন্য। সেন্ট্রাল এসি ৫,১০ বা ১৫ টনের পাওয়া যায়। যত বেশি টন হবে সেই এসির দামও বাড়বে এবং ঠান্ডা বেশি হবে। Gernal, LLOYD সংস্থা তৈরি করে সেন্ট্রাল এসি।