Kidney Stone: বিয়ারে গলবে কিডনির পাথর
জীবনযাপনের সমস্যায় বাড়ছে কিডনি বা বৃক্কের সমস্যা। ধূমপান, কম জল খাওয়া, ওবেসিটি আর খাদ্যাভ্যাসের গোলমালে এখন বাড়ছে কিডনি ডিজিজ। কিডনির পাথরে অনেক সময়ে ওষুধ ও জল খেয়ে মুক্তি মেলে। কখনও বমি, প্রস্রাবে রক্ত পড়ে, পেটে ব্যথা হয়। অস্ত্রপচারের প্রয়োজনও হয় অনেকের। অনেকে হোমিওপ্যাথির আশ্রয় নেন।
জীবনযাপনের সমস্যায় বাড়ছে কিডনি বা বৃক্কের সমস্যা। ধূমপান, কম জল খাওয়া, ওবেসিটি আর খাদ্যাভ্যাসের গোলমালে এখন বাড়ছে কিডনি ডিজিজ। কিডনির পাথরে অনেক সময়ে ওষুধ ও জল খেয়ে মুক্তি মেলে। কখনও বমি, প্রস্রাবে রক্ত পড়ে, পেটে ব্যথা হয়। অস্ত্রপচারের প্রয়োজনও হয় অনেকের। অনেকে হোমিওপ্যাথির আশ্রয় নেন। কেউ কেউ আবার কিডনি স্টোনে বেশি বিয়ার খান।
ভাবেন বিয়ার পান কিডনি স্টোন থেকে মুক্তি দেবে। এই ধারনা ডেকে আনে বিপদ। আরও বেশ কিছু রোগ ঘিরে ধরে। ব্যাপারটা এমন নয় যে বিয়ার খেলে বেশি প্রস্রাব হবে আর পাথর বেরিয়ে আসবে। বিয়ার ডিহাইড্রেশন বাড়ায়। তাতে নতুন করে পাথর হতে পারে। অনেক সময়ে কিডনি স্টোন মুত্রনালীতে আটকে যায়। তার থেকে চিকিৎসকের পরামর্শ মানুন। জল খাওয়ার পরিমাণ ঠিকঠাক রাখুন। তুলসী চা আর মুসাম্বি লেবুর রস পান করুন।