Pakistani Sandwich: ৩ ইঞ্চির পাক স্যান্ডউইচ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 4:16 PM

চরম আর্থিক সংকটে ডুবে পাকিস্তান। পেট্রোল ডিজেলের মতো পণ্যের দাম ইতিমধ্যে ৩০০ টাকা পার করেছে। এর জেরে খাবারের দাম বাড়ছে হুহু করে। সাম্প্রতিককালে ইলেকট্রিসিটির দামও বেড়েছে পাকিস্তানে।

চরম আর্থিক সংকটে ডুবে পাকিস্তান। পেট্রোল ডিজেলের মতো পণ্যের দাম ইতিমধ্যে ৩০০ টাকা পার করেছে। এর জেরে খাবারের দাম বাড়ছে হুহু করে। সাম্প্রতিককালে ইলেকট্রিসিটির দামও বেড়েছে পাকিস্তানে। আর এবার মূল্যবৃদ্ধির প্রভাব পড়ল একটি বহুজাতিক ফুড চেইনের খাবার দাবারে। তারা তাদের ৬ ইঞ্চি ও ১২ ইঞ্চির স্যান্ডউইচের সাইজ কমিয়ে করল ৩ ইঞ্চি। সংস্থার পক্ষ থেকে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে মূল্যবৃদ্ধির জেরেই এমন সিদ্ধান্ত।

গত ৩ মাস ধরে টানা মূল্যবৃদ্ধি চলছে পাকিস্তান জুড়ে। হুহু করে পড়েছে পাকিস্তানি রুপির দাম। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে পাকিস্তান। এবারের সেই মূল্য বৃদ্ধির জেরে মিনি স্যান্ডউইচ। শুধু ওই আন্তর্জাতিক ফুড চেইনই নয় পাকিস্তানি রেস্তোরাঁগুলিও তাদের খাবারের পরিমাণ কমিয়েছে ও দাম বাড়িয়েছে।