Loading video

Daspur Water Issue: মাতব্বরদের ফতোয়া, ৪ দিন বন্ধ জল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 17, 2023 | 4:04 PM

পাড়া ও আশপাশের কয়েকজন মাতব্বর নাকি পাড়ারই কয়েকটি পরিবারে জল বন্ধের ফতোয়া জারি করেছে। সরকারের তরফে যে পানীয় জলের ট্যাপ বসানো হয়েছিল বাড়ির সামনে সেই ট্যাপের মুখ খুলে সিল করে দেওয়া হয়েছে। ফতোয়ায় এও বলা হচ্ছে পাড়ার কোনো বাড়ি থেকেও ওদের জল দেওয়া যাবে না।

পাড়া ও আশপাশের কয়েকজন মাতব্বর নাকি পাড়ারই কয়েকটি পরিবারে জল বন্ধের ফতোয়া জারি করেছে। সরকারের তরফে যে পানীয় জলের ট্যাপ বসানো হয়েছিল বাড়ির সামনে সেই ট্যাপের মুখ খুলে সিল করে দেওয়া হয়েছে। ফতোয়ায় এও বলা হচ্ছে পাড়ার কোনো বাড়ি থেকেও ওদের জল দেওয়া যাবে না। পানীয় জল নিয়ে এমন ঘটনার কথা ব্লক প্রশাসনের নজরে আসতেই দাসপুর থানার পুলিশ উদ্যোগে বুধবার পানীয়জলের ট্যাপগুলি সারিয়ে দেওয়া হলেও সেই মাতব্বরদের তরফে পুনরায় পানীয় জলের ট্যাপের সাথে পাইপ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সামাট গ্রামের। গ্রামের পুতুল সামাট, মঞ্জুরী, টোটা সামাট বা চঞ্চলা সয়দের অভিযোগ গত শনিবার থেকেই পাড়া ও পাড়ার বাইরের কয়েকজন এসে তাদের পানীয়জল বন্ধ করেছে। প্রশাসনের তরফ থেকে জলের ট্যাপ বাগিয়ে দেওয়া হলেও আবার সেই ট্যাপ ভেঙে দিয়েছে মাতব্বর রা। পানীয়জল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মঞ্জুরী দেবি। তাঁর আকুতি দ্রুত তাঁদের পানীয়জল চালু করুক প্রশাসন। বাড়িতে ছেলে মেয়ে আছে , একা একাই সব দোকান বাজার, স্কুলে, টিউশনে যায়। নতুন করে আর না সমস্যা তৈরী হয় বলে আবেদন করছেন। তবে গ্রামের মাতব্বরদের এমন ফতোয়ার সঠিক কারণ প্রকাশ্যে বলতে চায়নি কেউ (জানা যায় কয়েকটি পরিবার আদিবাসী ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হয়েছে,তাই এই জলবন্ধের মতো ঘটনা।তবে এ বিষয়ে গ্রামের মাতব্বর দের তরফ থেকে কেউই কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় চক্রবর্তীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের বিষয়টি জানা ছিল না, তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এবিষয়ে আদিবাসী সংগঠন (আদিবাসী উন্নয়ন মঞ্চের নেতা -রাকেশ নায়েক বলেন,এলাকর কয়েকটি আদিবাসী পরিবার অন্য ধর্মে দীক্ষিত হয়েছে, তাই একটা সমস্যা হয়েছে, পুলিশ থেকে বিডিও সকলেই জানানো হয়েছে , দ্রুত সমাধান হয়ে যাবে।