FIFA World Cup 2022: ‘গাইব না কাতারে’, ১ মিলিয়ন ডলারের প্রস্তাব ফেরত বিখ্যাত রকস্টারের
"যে বিশ্বকাপ এত সমালোচনায় জর্জরিত, তাতে থাকার প্রয়োজন মনে করি না।"
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে প্রত্য়াখান বিখ্যাত ব্রিটিশ রক এবং পপস্টার রড স্টুয়ার্টের। ১ মিলিয়ন ডলারের অফার নাকচ করে রক কিংবদন্তির বার্তা, “দেশে আগে মানবাধিকার আইন ঠিক করুন।” রড বলেন, “১৫ মাস আগেই প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু যেতে চাইনি। যে বিশ্বকাপ এত সমালোচনায় জর্জরিত, তাতে থাকার প্রয়োজন মনে করি না।” কাতারের প্রস্তাব ফিরিয়েছেন ইংলিশ গায়িকা ডুয়া লিপা। স্টুয়ার্ট, ডুয়ারা না করলেও উদ্বোধনী মঞ্চে থাকছেন রবি উইলিয়ামস, ক্রেগ ডেভিড, টেনি টেম্পাহ।