FIFA World Cup 2022: নিয়মের বেড়াজাল বেশ কড়া, কেমন ভিড় বিশ্বকাপের কাতারে?
রাত পোহালেই শুরু হয়ে যাবে ফুটবলের মহাযুদ্ধ। দোহা থেকে সেখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট দেবে টিভি৯ বাংলা।
বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। রাত পোহালেই শুরু হয়ে যাবে ফুটবলের মহাযুদ্ধ। দোহা থেকে সেখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট দেবে TV9 বাংলা। দোহায় এক মাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা। কাতারে কাতারে ভিড় কাতারে। উন্মাদনা, উত্তেজনার চরম শিখরে দাঁড়িয়ে রয়েছে কাতার। তেলের সৌজন্যে বিশ্বে নামজাদা হলেও, ফুটবলের জগতে খুব একটা নাম করতে পারেনি কাতার। এই কাতার চাইছে ফুটবল বিশ্বে নিজেদের নাম প্রতিষ্ঠা করতে। কাতার দল দারুণ তৈরি। অন্যদিকে কাতারের বিরুদ্ধে লড়তে প্ৰস্তুত ইকুয়েডর। কতটা লড়াই ফিরিয়ে দেবে ইকুয়েডর?
কোথাও যখন বিশ্বকাপ হয়, সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় সেখানে। আরব দেশ মানেই নিয়মে বাঁধা। কাতারকে সেই অর্থে অতটা রক্ষণশীল বলা যাবে না। কাতারের পুরুষ-মহিলা-শিশুরা বিশ্বকাপের সঙ্গে ভীষণ ভাব
Published on: Nov 19, 2022 07:01 PM