Panchayat Elections 2023: বাবার কাজ, তবুও গণতন্ত্রের উৎসব যে…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 08, 2023 | 3:22 PM

পঞ্চায়েত ভোটে যখন হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলা। ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়লো জলপাইগুড়ি তিস্তা পারে। ভোট গণতান্ত্রিক অধিকার। বাবার কাজ করতে গিয়ে গনতান্ত্রিক অধিকার প্রয়োগে যাতে কোন ছেদ না পড়ে তার জন্য সাত সকালে ভোট গ্রহন কেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন দুলাল মল্লিক।

পঞ্চায়েত ভোটে যখন হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলা। ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়লো জলপাইগুড়ি তিস্তা পারে। ভোট গনতান্ত্রিক অধিকার। বাবার কাজ করতে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যাতে কোন ছেদ না পড়ে তার জন্য সাত সকালে ভোট গ্রহন কেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন দুলাল মল্লিক।মানবিকতার ছবি ধরা পড়লো তিস্তা পারে। ১১ দিন আগে দুলাল বাবুর বাবা মারা গেছেন ।আজ কাজ।কাজের ব্যস্ততায় ভোট যাতে মিস না হয় তার জন্য সকাল সকাল ভোট দিতে চলে আসেন দুলাল বাবু।সহৃদয় এলাকার ভোটাররাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।সবার প্রথমে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। বাবার কাজে বসার আগে নিজের অধিকার প্রয়োগ করতে পেরে খুশি দুলাল মল্লিক।