Panchayat Election 2023: ভোট শেষের আগেই পালাল পুলিশ!
ভোট সম্পন্নের আগে বুথ ছেড়ে পালিয়ে গেল পুলিশ ও ভোট কর্মীরা। মুর্শিদাবাদ থানার অন্তর্গত বিএসএফ ক্যাম্প সংলগ্ন হুমায়ূন মঞ্জিল শিশু শিক্ষা কেন্দ্রে 130 নং ও 130/A দুটি বুথ রয়েছে। সেই বুথে 10টা বাজতে না বাজতেই বুথ ছেড়ে পালালেন বুথ কর্মী ও পুলিশ। বুথে একটি করে রাজ্য পুলিশ ছিল।
ভোট সম্পন্নের আগে বুথ ছেড়ে পালিয়ে গেল পুলিশ ও ভোট কর্মীরা। মুর্শিদাবাদ থানার অন্তর্গত বিএসএফ ক্যাম্প সংলগ্ন হুমায়ূন মঞ্জিল শিশু শিক্ষা কেন্দ্রে 130 নং ও 130/A দুটি বুথ রয়েছে। সেই বুথে 10টা বাজতে না বাজতেই বুথ ছেড়ে পালালেন বুথ কর্মী ও পুলিশ। বুথে একটি করে রাজ্য পুলিশ ছিল। ভোট চলাকালীন দুষ্কৃতীরা বুথে ঢুকে পড়ে প্রাণভয়ে পুলিশ ভোট কর্মীরা পালিয়ে আসেন বুথ ছেড়ে। কংগ্রেসের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথে ঢুকে ছাপ্পা দিচ্ছ। প্রাণ ভয়ে পালিয়ে আসে সকলে বুথ ছেড়ে। বুথে পড়ে রয়েছে ব্যালট বাক্স থেকে ব্যালট।