Panchayat Elections 2023: বুথ দখল করতে গিয়ে প্রতিরোধ!
সিপিএম প্রার্থীর চোখে লঙ্কাগুড়ো ছিটিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আশঙ্কাজনক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম প্রার্থী সহ দুই সিপিএম কর্মী। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের, তৃণমূলের দাবি তাদের আট জন আহত।
সিপিএম প্রার্থীর চোখে লঙ্কাগুড়ো ছিটিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আশঙ্কাজনক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম প্রার্থী সহ দুই সিপিএম কর্মী। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের, তৃণমূলের দাবি তাদের আট জন আহত।
চন্দ্রকোনা-১ ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের ৮ ও ৯ নম্বর গোয়ালসিনি বুথে সিপিআইএমের এজেন্ট ঢুকতে বাধা শাসকদলের বিরুদ্ধে।সিপিএমের প্রার্থী সেখ আবু কালাম প্রতিবাদ করতে গেলে প্রার্থীর চোখে লঙ্কাগুড়ো ছিটিয়ে প্রার্থী,এজেন্ট সহ বেশকয়েকজনকে বেধড়ক মারধর করে তাদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ সিপিআইএম প্রার্থীর।ঘটনায় গুরুতর আহত সিপিআইএম প্রার্থী সহ মোট তিনজনকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দলের নেতা কর্মীরা,এক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে সিপিআইএম।ওই বুথে সিপিআইএম এখনও পর্যন্ত কোনো এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ সিপিআইএমের।যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে শাসকদল। পাল্টা সিপিএমের বিরুদ্ধে লঙ্কাগুড়ো ছড়ানো ও মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল।