Dulung Flood: ডুলুংয়ে বাড়ছে জল
নিম্নচাপের জেরে ঝাড়গ্রামের চিল্কীগড়ে ডুলুং নদীর জল বাড়ায় চরম শমস্যায় জাম্বনী ও ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। নদীর জল কজওয়ের উপর দিয়ে বইছে প্রানের ঝুকি নিয়ে পারাপার করছে মানুষ। প্রতি বছর বর্ষার সময় একি চিত্র থেকে গেছে চিল্কিগড়েরে এই ব্রিজের। দেশ সাধীনের পর থেকে একি ভাবে য়াতায়াত করছে মানুষ।
নিম্নচাপের জেরে ঝাড়গ্রামের চিল্কীগড়ে ডুলুং নদীর জল বাড়ায় চরম শমস্যায় জাম্বনী ও ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। নদীর জল কজওয়ের উপর দিয়ে বইছে প্রানের ঝুকি নিয়ে পারাপার করছে মানুষ। প্রতি বছর বর্ষার সময় একি চিত্র থেকে গেছে চিল্কিগড়েরে এই ব্রিজের। দেশ সাধীনের পর থেকে একি ভাবে য়াতায়াত করছে মানুষ। প্রশাসনকে বারবার বলার পরেও কোন লাভ হয়নী। বর্ষা আসলেই জাম্বনীর ডুলুং নদীর জল বাড়লে চিল্কীগড় এক দীপপুঞ্জে পরিনত হয়। ঘুর পথে আসতে হয়। তাও আবার ৫০ কিমি ঘুর পথে। সমস্ত জরুরি পরিসেবা আছে চিল্কীগড়ে হাসপাতাল,বিডিও অফিস কিন্তু ঝাড়গ্রাম শহরের খুব কাছে সহজ পথ বর্ষার সময় জলের তলায় চলে য়ায়, ভোগান্তীতে পড়তে হয় মানুষ কে। তাতে প্রশাসনের হেল দোল নেই।শুধু প্রতি বছর প্রতিশুতি মেলে কাজের কাজ কিছুই হয়না সেই একি ছবি থাকে বছরে বর্ষার সময়। কবে মিলবে শুরাহ চেয়ে রয়েছে এলাকার মানুষ। ওপর দিকে অতি বৃষ্টির কারনে জাম্বনি ব্লকের গিধনী রেলের আন্ডার পাশে জল জমে যাওয়ায় যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে।।