Durga Puja 2023: পুজোয় এবার দার্জিলিং জমজমাট

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 08, 2023 | 3:41 PM

বাঙালির কাছে দার্জিলিং পুরনো হয় না। পুজোয় ৫০% বাঙালি পর্যটকের গন্তব্য থাকে পাহাড়ের রানি দার্জিলিংয়ে। এবার পুজোয় ট্রেন, হোম স্টে ও হোটেলের বুকিং দেখে বিশেষজ্ঞদের ধারণা পূজোয় ভিড়ে উপচে পড়বে দার্জিলিং। দার্জিলিং মানেই ট্রয় ট্রেনের জয় রাইড। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পুজোয় বাড়াচ্ছে তাদের জয় রাইডের সংখ্যা।

বাঙালির কাছে দার্জিলিং পুরনো হয় না। পুজোয় ৫০% বাঙালি পর্যটকের গন্তব্য থাকে পাহাড়ের রানি দার্জিলিংয়ে। এবার পুজোয় ট্রেন, হোম স্টে ও হোটেলের বুকিং দেখে বিশেষজ্ঞদের ধারণা পূজোয় ভিড়ে উপচে পড়বে দার্জিলিং। দার্জিলিং মানেই ট্রয় ট্রেনের জয় রাইড। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পুজোয় বাড়াচ্ছে তাদের জয় রাইডের সংখ্যা। এতদিন ৮টি জয় রাইড হত শৈলশহরে। এবার বাড়ছে জয় রাইডের সংখ্যা।

ডিএইচআর জানিয়েছে আরও অতিরিক্ত ৪টি জয় রাইড চালানো হবে। সব মিলিয়ে এবার পুজোয় দার্জিলিংয়ে ১২টি জয় রাইড। এছাড়াও আছে মাউন্টেন বাইকিং, রিভার র‍্যাফটিং, রক ক্লাইম্বিং, ট্রেকিং ও প্যারাগ্লাইডিং য়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস। এভারেস্ট অভিযানের ৭০ বছর উপলক্ষ্যে চালু হয়েছে ‘তেনজিং নোরগে হাইকিং ট্রেইল’। ১২ কিলোমিটার বিস্তৃত এই ট্রেকিং রুট খুলেছে ২৯ মে। পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরের ওপর জোর দিয়েছে জিটিএ। জনপ্রিয় হচ্ছে অফবিট স্পটগুলো। তাই পুজোয় এবার পর্যটকদের জন্য দার্জিলিং জমজমাট।