East Bengal Club: চুক্তি বিতর্কে তুলকালাম ইস্টবেঙ্গল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 21, 2021 | 7:23 PM

প্রায় ২ ঘণ্টা ঘরে বিক্ষোভ দেখায় সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য পুলিশ হস্তক্ষেপ করলেও, তা সামাল দেওয়া দুস্কর হয়ে ওঠে। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) ধুন্ধুমার পরিস্থিতি। শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে চুক্তি জটেই ইস্টবেঙ্গলের আইএসএলে (ISL) খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এক বেনজির ঘটনা ঘটল। নজিরবিহীন ভাবে দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছেন ক্লাবেরই সমর্থকরা। পুলিশের লাঠি চার্জে আহত হয়েছেন বেশ কিছু সমর্থক। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।