Eating Disorders: সাবধান! কম সময়ে অতিরিক্ত খাবার সমস্যা? পড়তে পারেন ভয়াবহ বিপদে

Apr 05, 2023 | 11:56 AM

Eating Disorders: সাবধান! কম সময়ে অতিরিক্ত খাবার সমস্যা? পড়তে পারেন ভয়াবহ বিপদে

কোভিড ১৯ মানব শরীরে একাধিক ক্ষতি ডেকে এনেছে। যার মধ্যে অন্যতম হল কম খাওয়ার প্রবণতা বা ইটিং ডিজঅর্ডার । কিশোরদের মধ্যে এই রোগের পরিমাণ কমাতে এ বিষয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন নইলে বিপদ আরও বাড়বে। কিশোর বয়সে অনেক সময় এই প্রবণতা দেখতে পাওয়া যায়। যা অ্যানোরেক্সিয়া নারভোসা, বুলিমিয়া নারভোসার মতো সমস্য়া ডেকে আনে। সমীক্ষা বলছে কোভিড ১৯ এর ফলে নাকি কিশোরদের মধ্যে এই সমস্যা বৃদ্ধি পেয়েছে ১০ % । এটি অত্যন্ত চিন্তার বিষয়। কারণ দীর্ঘদিন একই জিনিস চললে এর ফল মারাত্নক হতে পারে । এর সঠিক কারণ এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে মনে করা হয়, ওজন নিয়ন্ত্রণের জন্যই মূলত এই প্রবণতা দেখা যায় । খুব কম খাবার খেয়ে শরীর রোগা রাখার প্রবণতা থেকেই হয় অ্যানোরেক্সিয়া নারভোসা। এর ফলে মারাত্মক ওজন কমে যায় । বাড়ে নিদ্রাহীনতা, ডিহাইড্রেশন, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা। সমস্যা বাড়লে মাথা ঘোরা এবং রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যায়।চুল পাতলা হয়ে পড়ে যায়। ত্বক হলদেটে, শুষ্ক ও খসখসে হয়ে যায় । ঠাণ্ডা সহ্য করার ক্ষমতা কমে যায় । বুলিমিয়া নারভোসা হল কম সময়ে অতিরিক্ত খাবার খাওয়া থেকে উৎপন্ন সমস্যা । খাবার খেয়ে সেই খাবারের সম্পর্কে বেশি চিন্তা করে এরা আতঙ্কিত হয়ে পড়েন । বমি পর্যন্ত করে অনেক সময়ে সেই খাবার বার করে দেন । এতে তাঁদের শরীরের ওজন দ্রুত কমা বাড়া করে ।

Published on: Apr 05, 2023 11:56 AM