Eden Gardens: ইডেনের শৌচাগার সংস্কারে, বরাদ্দ ১২৭ কোটি !

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 17, 2023 | 8:14 PM

অপরিচ্ছন্ন শৌচাগার নিয়ে বদনাম রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেরও। বোর্ডের তরফে ওয়াংখেড়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৮ কোটি ৮২ লক্ষ টাকা। স্টেডিয়াম সংস্কারের জন্য হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডের তরফে পাচ্ছে ১১৭ কোটি ১৭ লক্ষ টাকা। অপরিষ্কার টয়লেট নিয়ে অভিযোগের খাতায় রয়েছে আইকনিক ইডেন গার্ডেন্সের নামও। দর্শকদের সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে ইডেনের জন্য সবচেয়ে বেশি ১২৭ কোটি ৮২ লক্ষ টাকা দিচ্ছে ভারতীয় বোর্ড

চলতি বছরে ভারতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে স্টেডিয়াম সংস্কার করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শকদের অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি স্টেডিয়ামকে সংস্কারের জন্য বেছে নিয়ে বিসিসিআই। মোট খরচ হবে ৫০০ কোটি টাকারও বেশি। ৫টি স্টেডিয়ামের মধ্যে একটি হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর সিরিজের সময় স্টেডিয়ামের নোংরা শৌচাগার নিয়ে অভিযোগ তোলেন দর্শকরা। এর জন্য দিল্লির বরাদ্দ ১০০ কোটি টাকা। বিশ্বকাপের আগে সব অব্যবস্থা মুছে ফেলতে হবে। অপরিচ্ছন্ন শৌচাগার নিয়ে বদনাম রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেরও। বোর্ডের তরফে ওয়াংখেড়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৮ কোটি ৮২ লক্ষ টাকা। স্টেডিয়াম সংস্কারের জন্য হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডের তরফে পাচ্ছে ১১৭ কোটি ১৭ লক্ষ টাকা। অপরিষ্কার টয়লেট নিয়ে অভিযোগের খাতায় রয়েছে আইকনিক ইডেন গার্ডেন্সের নামও। দর্শকদের সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে ইডেনের জন্য সবচেয়ে বেশি ১২৭ কোটি ৮২ লক্ষ টাকা দিচ্ছে ভারতীয় বোর্ড। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের জন্য বরাদ্দ অর্থ হল ৭৯ কোটি ৪৬ লক্ষ টাকা। আইসিসি ওডিআই বিশ্বকাপের জন্য মোট ১২টি স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। এছাড়াও চেন্নাই, ধর্মশালা, গুয়াহাটি, বেঙ্গালুরু, লখনউ, ইন্দোর স্টেডিয়ামও রয়েছে। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দর্শক সংখ্যার বিচারে ফাইনালের জন্য প্রাধান্য পাচ্ছে স্টেডিয়ামটি।

Published on: Apr 17, 2023 08:14 PM