Rinku Singh: ক্রিকেটে, নিষিদ্ধ ছিলেন রিঙ্কু সিং!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 17, 2023 | 8:03 PM

২০১৯ সালে আইপিএল শেষ হওয়ার পর আবু ধাবিতে একটি অনামী টি-২০ টুর্নামেন্টে খেলেছিলেন রিঙ্কু। এমনিতেই বাইরের দেশের টি-২০ লিগে খেলার বিষয়ে কড়া অবস্থান রয়েছে বোর্ডের। নিয়মভঙ্গের অভিযোগে রিঙ্কুকে ৩মাসের জন্য সাসপেন্ড করে বিসিসিআই। ততদিনে নাইট রাইডার্সের হয়ে দু’বছর খেলা হয়ে গিয়েছে রিঙ্কুর। আবু ধাবির ওই টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন।

২৫ বছরের রিঙ্কুর এখনও পা পড়েনি জাতীয় দলে। একবার সুযোগ এসেছিল ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার। তাঁর ঈর্ষণীয় ব্যাটিং গড় নির্বাচকদের বাধ্য করেছিল রিঙ্কুর কথা ভাবতে। নিজের একটা পদক্ষেপে সেই সুযোগ খুইয়ে বসেন রিঙ্কু। উল্টে বোর্ডের তরফে শাস্তি পেতে হয়েছিল তাঁকে। ২০১৯ সালে আইপিএল শেষ হওয়ার পর আবু ধাবিতে একটি অনামী টি-২০ টুর্নামেন্টে খেলেছিলেন রিঙ্কু। এমনিতেই বাইরের দেশের টি-২০ লিগে খেলার বিষয়ে কড়া অবস্থান রয়েছে বোর্ডের। নিয়মভঙ্গের অভিযোগে রিঙ্কুকে ৩মাসের জন্য সাসপেন্ড করে বিসিসিআই। ততদিনে নাইট রাইডার্সের হয়ে দু’বছর খেলা হয়ে গিয়েছে রিঙ্কুর। আবু ধাবির ওই টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন। বোর্ডের নজরে পড়তেই শাস্তির খাঁড়া। সেই একই টুর্নামেন্টে ২০১৭ সালে খেললেও ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ নেয়নি। রিঙ্কুকে সাসপেন্ড করায় সেই সময় ভারতীয় ক্রিকেটের অন্দরে বেশ সমালোচনা হয়েছিল। এতে অবশ্য আলিগড়ের ব্যাটারের পারফরম্যান্সে প্রভাব পড়েনি। ঘরোয়া দলের হয়ে নিজের ফর্ম বজায় রেখেছেন। এখনও পর্যন্ত খেলা ৪০টি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৫৯.৮৯। ধারাবাহিকতা বজায় রেখে নিজের সামনে সুযোগের আরও কয়েকটা দরজা খুলে দিতে চান রিঙ্কু।

Published on: Apr 17, 2023 08:03 PM