Birbhum Suri News: ৩০ বছর ধরে আলো নেই ৬ বাড়িতে!
নিজেদের এলাকায় বাঁশ বেঁধে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি দীর্ঘ 30 বছর ধরে এমন সমস্যা চলছে এবং এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই বাঁশ তারা খুলবেন না। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান আলোচনার পরিপ্রেক্ষিতে এমন ঘটনার সমাধান করা হবে। পাশাপাশি তিনি ওই তৃণমূল নেতার এমন আচরণকে অনভিপ্রেত বলেও দাবি করেছেন
সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছয়টি বাড়িতে এখনো পৌঁছায়নি বিদ্যুৎ। খোদ বীরভূমের সদর শহরে এমন ঘটনায় চাঞ্চল্য। ওই পরিবারগুলির দাবি তারা বারবার আবেদন জানিয়েছেন বিদ্যুৎদপ্তর থেকে পুরসভা। স্থানীয় কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান হওয়ার স্বত্ত্বেও বিদ্যুৎ পৌঁছায়নি। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি রায়হান ইকাবালের দিকে অসহযোগিতার অভিযোগ তুলছেন ওই পরিবারগুলো। তাদের দাবি রায়হানের জায়গায় বিদ্যুতের খুঁটি রয়েছে। সেখান থেকে বিদ্যুৎ সংযোগ সহজে দেওয়া যায়৷ কিন্তু তা দেওয়া হচ্ছেনা। এদিকে আজ তারা নিজেদের এলাকায় বাঁশ বেঁধে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি দীর্ঘ 30 বছর ধরে এমন সমস্যা চলছে এবং এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই বাঁশ তারা খুলবেন না। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান আলোচনার পরিপ্রেক্ষিতে এমন ঘটনার সমাধান করা হবে। পাশাপাশি তিনি ওই তৃণমূল নেতার এমন আচরণকে অনভিপ্রেত বলেও দাবি করেছেন। ফোন করে তৎক্ষণাৎ এই সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করেন এবং খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে জানান। এই বিষয়ে সিউড়ি পৌরসভার ১৫ নন্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপির বীরভূম জেলার সহ-সভাপতি দীপক দাস জানিয়েছেন অনৈতিকভাবে তৃণমূল নেতা প্রভাব খাটিয়ে বৈদ্যুতিক খুঁটিটি নিজের বাড়িতে রেখেছেন। সাধারণ মানুষের যোগ্য পাওনা তাদেরকে দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্য জুড়েই তৃণমূল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।