Elephant Girl Viral Video: নাচছে যুবতী নাচছে হাতিও
Viral Video: একটি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,একটি মেয়ে নাচছে। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। ঠিক যেমন একটি রিলে হয়। আর আপনি প্রথমে বুঝতে পারবেন না যে,সেখানে একটি হাতিও রয়েছে।
একটি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,একটি মেয়ে নাচছে। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। ঠিক যেমন একটি রিলে হয়। আর আপনি প্রথমে বুঝতে পারবেন না যে,সেখানে একটি হাতিও রয়েছে। কিন্তু যখন ক্যামেরা ঘুরবে,তখন আপনি দেখবেন একটি হাতি ঠিক মেয়েটির সামনেই দাঁড়িয়ে রয়েছে। আর তালে তালে নাচছে। মজার ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ কমেন্ট করেছেন। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘beingnavi90’ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি ২ কোটিরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন,’অপূর্ব লাগল দেখে। হাতিটাকে দেখেই মনে হচ্ছে সে খুব খুশি’।