Suhana Khan: চাইলেই তিনি ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু না, তা তিনি করেননি
Bollywood News: রাস্তায় সুহানা খানের হাত ধরে ভিক্ষা চেয়েছিলেন এক মহিলা। চাইলেই তিনি ফিরিয়ে দিতে পারতেন। কিন্তু না, তা তিনি করেননি। ওই মহিলার হাতে ধরিয়ে দেন দু'টি ৫০০ টাকার নোট। সুহানার এই কাজ বেশ প্রশংসিত হয়েছে সর্বত্র।
‘গদর ২’-এর রেকর্ড
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর’-এর প্রথম পর্ব। প্রায় ২২ বছর আবারও ফিরল ‘গদর’। তাঁর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলেন আমিশা পটেল ও সানি দেওল। বক্স অফিসে প্রথম দিনেই বড় বড় ছয় মেরেছে ছবিটি। একই সঙ্গে তৈরি করেছে নতুন সব রেকর্ডও। প্রথম দিনেই ওই ছবির আয় প্রায় ৪০ কোটি টাকা।
মেয়ের প্রতি কড়া অপর্ণা
মা অপর্ণা সেনকে নিয়ে ছোটবেলার বেশ কিছু স্মৃতি শেয়ার করেছেন কঙ্কনা সেনশর্মা। জানিয়েছেন ছোট থেকেই একগুচ্ছ বিধিনিষেধের মধ্যে বড় হয়ে উঠেছেন তিনি। জানিয়েছেন, মূল ধারার হিন্দি ও বাংলা ছবি দেখার অধিকার ছিল না তাঁর। এখানেই শেষ নয়, কঙ্গনা জানান, রামায়ন ও মহাভারত দেখতেও দেননি মা। তাঁর যুক্তি ছিল, আগে ওই দুই মহাকাব্য পড়তে হবে।
হলিউডে ফ্লপ আলিয়া!
১১ অগস্ট ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও গ্যাল গ্যাডট অভিনীত সিরিজ ‘দ্য হার্ট অব দ্য স্টোন’। ওই সিরিজ দিয়েই হলিউডে ডেবিউ করেছেন মহেশ-কন্যা। তবে সিরিজটি দেখে হতাশ সিনেপ্রেমীদের একটা বড় অংশ। তাঁদের। প্রথম প্রজেক্টেই হলিউডে ফ্লপ আলিয়া? উঠছে প্রশ্ন।
সুহানার শিক্ষা
রাস্তায় সুহানা খানের হাত ধরে ভিক্ষা চেয়েছিলেন এক মহিলা। চাইলেই তিনি ফিরিয়ে দিতে পারতেন। কিন্তু না, তা তিনি করেননি। ওই মহিলার হাতে ধরিয়ে দেন দু’টি ৫০০ টাকার নোট। সুহানার এই কাজ বেশ প্রশংসিত হয়েছে সর্বত্র।
অজ্ঞান পঙ্কজ!
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘অগ্নিপথ’-এর রিমেক। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল হৃতিক রোশনকে। ওই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকেও। তাঁকে দেখা গিয়েছিল, ‘কাঞ্ছা চিনা’ ওরফে সঞ্জয় দত্তের এক সহকারী রূপে। ওই ছবির শেষ দৃশ্যের কথা মনে আছে? যে দৃশ্যে তাঁকে ছুরি মারছেন হৃতিক? সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই বড় বিপর্যয় ঘটে যায় পঙ্কজের সঙ্গে। শুট করতে গিয়ে আচমকাই অজ্ঞান হয়ে যান পঙ্কজ।
সলমনকে বিয়ে আলির!
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছেন পাকিস্তানি গায়ক আলি শেঠি। তাঁকে নিয়ে রটেছে এক খবর। তিনি নাকি লুকিয়ে বিয়ে করেছেন। বিয়ে করেছেন পাকিস্তানি-মার্কিনী চিত্রশিল্পী সলমন তুরকে। সত্যিই কি তাই? মুখ খুললেন আলি। ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে তিনি সাফ জানিয়ে দেন যা রটেছে তা ভুল। তিনি মোটেও বিয়ে করেননি।
আবেগে আপ্লুত সায়ন্তিকা
আজ অর্থাৎ শনিবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেলেন উপহার। পেলেন এক চিঠি। যে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানিয়েছেন সায়ন্তিকাকে। আর ওই চিঠি পেয়েই আবেগে আপ্লুত তিনি।
মা’কে নিয়ে শ্রীলেখার স্মৃতিচারণ
বেশ কয়েক বছর আগে মা’কে হারিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ২০২১ সালে চলে যান বাবাও। সময় এগিয়ে গিয়েছে ঠিকই, তবু ওঁদের স্মৃতিতে আজও দগ্ধ শ্রীলেখা মিত্রর মন। মায়ের মৃত্যুর সাত বছর পূর্ণ হতেই মা’কে নিয়ে
সিরিয়ালে ফিরছেন খেয়ালি
টলিপাড়ার অন্দরে গুঞ্জন, বাংলা সিরিয়ালে প্রথম বার নায়ক হিসাবে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। শোনা যাচ্ছিল, এই সিরিয়ালে নাকি দেখা যাবে হিয়া মুখোপাধ্যায়কে। বে সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা, বদলে গিয়েছেন নায়িকা। সূত্র বলছে, অনুভবের সঙ্গে এই সিরিয়ালে দেখা যাবে খেয়ালি মণ্ডলকে। এর আগে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে খেয়ালিকে।