Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Note: এটিএম থেকে জাল নোট পেলে কী করবেন?

Fake Note: এটিএম থেকে জাল নোট পেলে কী করবেন?

rahul Sadhukhan

|

Updated on: Jan 13, 2024 | 2:05 PM

এটিএম থেকে নগদ টাকা তুলতেই হয়। এটিএম থেকে জাল নোট বেরোলে কী করবেন? এটিএমের কোনও নোট জাল মনে হলে এই ধাপগুলি মেনে চলুন।

সারা দেশজুড়ে অনলাইনে লেনদেন বাড়লেও আমাদের নগদ বা ক্যাশ টাকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এটিএম থেকে নগদ টাকা তুলতেই হয়। এটিএম থেকে জাল নোট বেরোলে কী করবেন? ৫০০ টাকার জাল নোট নিয়ে আপনি যদি ব্যাঙ্কে ফেরত দিতে যান সেক্ষেত্রে এটা প্রমাণ করাই দুঃসাধ্য হয়ে পড়ে যে ওই নোটটি আপনি এটিএম থেকে পেয়েছেন। তাহলে কী করবেন?

এটিএমের কোনও নোট জাল মনে হলে এই ধাপগুলি মেনে চলুন

প্রথমেই সেই কারেন্সি নোটটির ছবি তুলুন।

তারপর এটিএমের সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে নোটটিকে দেখান।

ক্যামেরার যতটা পারেন কাছে যান যাতে সিসি ক্যামেরা স্পষ্ট ছবি তুলতে পারে।

এরপর এটিএম স্লিপের আর নোটের ছবি তুলুন নিজের ফোনে।

এটিএম কর্মচারী থাকলে তাঁকে জানান বিষয়টি।

এরপরে নোটটি নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যান।

ব্যাঙ্ক আধিকারিককে আপনার সমস্যা জানান।

এরপরে ব্যাঙ্ক থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম ভরে এটিএম স্লিপ আর জাল নোট ব্যাঙ্কে জমা দিতে হবে। ব্যাঙ্ক একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জাল নোট পরীক্ষা করে। তারপর জাল নোটের বদলে আপনাকে আসল নোট দেয়।

যদি বেশি টাকা তুলে জাল নোট পান তাহলে কী করবেন?

জাল নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যেতে হবে।

আরবি আই তদন্ত করে জাল নোট বদলে আসল নোট দেবে।

কোনও কারেন্সি নোট জাল মনে হলে আগে মাথা ঠাণ্ডা রেখে এই কাজগুলি করুন। সুরাহা মিলবে।