FIFA World Cup 2022: কাতারের রাস্তায় ফ্যান জোন, ভিড় দেখলে মনে হবে পুজোর আগে গড়িয়াহাট বা হাতিবাগান
বিশ্বকাপ কিভাবে একটা দেশের উন্নয়নের কারণ হয়ে উঠতে পারে, তা উদ্বোধনীর সময় দোহাকে না দেখলে বিশ্বাস করা কঠিন হত।
কালোর সোনার দেশে পর্ব: ৬
১২ বছর আগের একটা ঘোষণা। ঘোষণার পর একটা দেশ স্বপ্ন দেখতে শুরু করল। স্বপ্ন বুনতে শুরু করল। বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন। ১২ বছর ধরে বিশ্বকাপ ঘিরে গড়ে উঠল বালিতে ঢাকা একটা দেশ। বালি সরিয়ে সভ্যতার শিখরে পৌঁছতে শুরু করল কাতার (Qatar)। বিশ্বকাপ কিভাবে একটা দেশের উন্নয়নের কারণ হয়ে উঠতে পারে, তা উদ্বোধনীর সময় দোহাকে না দেখলে বিশ্বাস করা কঠিন হত। কাতারে রয়েছে লাখো লাখো বেদুইন। যাঁরা শুধু ফুটবলের টানে দেশান্তরে পাড়ি দিতে ভাবেনও না। দোহায় ঘুরতে ঘুরতে আমাদের ক্যামেরার সামনে আছড়ে পড়ল নীল সাদা পতাকা। একদল আর্জেন্টিনার সমর্থক। স্প্যানিশ আর বাংলা শব্দের সেতুবন্ধন ঘটাল একটা শব্দ। একটা নাম। লিওনেল মেসি। বাংলা-বুয়েন্স আইরেশ তখন যেন মিলে মিশে একাকার।
রাস্তার ধারে গড়ে উঠেছে ফ্যান জোন। ভিড় দেখলে মনে হবে পুজোর আগে গড়িয়াহাট বা হাতিবাগানের ছবি। কিংবা অষ্টমীর সন্ধেয় একডালিয়া এভারগ্রিন। কাতারে কাতারে মানুষ রাস্তায় দাঁড়িয়ে। সামনে বিশালাকার জায়ান্ট স্ক্রিন। সেই ছবি উঠে এল আমাদের ক্যামেরায়। কি দেখলেন আমাদের প্রতিনিধি অভিষেক সেনগুপ্ত?