FIFA World Cup 2022: ফুটবলের টানে কাতারে লাখো লাখো বেদুইন
মারাদোনাহীন পৃথিবীতে তিনিই তো নীল সাদা পতাকার এক ও একমাত্র ফুটবলদূত। অন্তত একটা প্যারালাল বিশ্বের কাছে। যেই বিশ্বের নাম ফুটবলবিশ্ব।
কালোর সোনার দেশে পর্ব: ৫
‘ইহার চেয়ে হতেম যদি
আরব বেদুইন!
চরণতলে বিশাল মরু
দিগন্তে বিলীন।’
এ বড় চেনা কবিতা। ছোটবেলার কবিতা। কাতারে এসে কবিতা একবার আওড়ালে মন্দ কি? এখানে তো আরবিদের বেদুইন শব্দবন্ধনীতে তো আটকে রাখা যায়না। এখানে তো লাখো লাখো বেদুইন। যাঁরা স্রেফ ফুটবলের টানে দেশান্তরে পাড়ি দিতে ভাবেনা রেস্তোর জোর। দোহায় ঘুরতে ঘুরতে আমাদের ক্যামেরার সামনে আছড়ে পড়ল নীল সাদা পতাকা। একদল আর্জেন্টিনার সমর্থক। স্প্যানিশ আর বাংলা শব্দের সেতুবন্ধন ঘটাল একটা শব্দ। একটা নাম। লিওনেল মেসি। বাংলা-বুয়েন্স আইরেস তখন যেন মিলে মিশে একাকার- ব্যক্তি প্রতিষ্ঠানের থেকেও বড়। কিন্তু মেসি? মারাদোনাহীন পৃথিবীতে তিনিই তো নীল সাদা পতাকার এক ও একমাত্র ফুটবলদূত। অন্তত একটা প্যারালাল বিশ্বের কাছে। যেই বিশ্বের নাম ফুটবলবিশ্ব।
Published on: Nov 21, 2022 09:14 PM