FIFA World Cup 2022: কাতারের এই নিয়মগুলো জানেন? না জানলে শ্রীঘরে হতে পারে ঠাঁই
পরিযায়ী শ্রমিকদের থাকার জায়গাগুলিতে সংবাদমাধ্যম একেবারে নিষিদ্ধ। বিধিনিষেধের তালিকা এখানেই শেষ নয়।
বিশ্বকাপ দেখতে আসা দর্শক সমর্থকদের জন্য তৈরি হয়েছে লম্বা চওড়া বিধিনিষেধের তালিকা। বিদেশের জনপ্রিয় স্থানগুলির ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফির জন্য সংবাদমাধ্যমগুলিকে কাতার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতির আবেদন নিতে হবে। মিডিয়া কভারেজের উপর কঠোর নিষেধাজ্ঞার অংশ হিসেবে মধ্য-প্রাচ্যের দেশটিতে বিশ্বকাপ চলাকালীন স্থানীয়দের বাড়িতে সাক্ষাৎকার নেওয়া চলবে না। পরিযায়ী শ্রমিকদের থাকার জায়গাগুলিতে সংবাদমাধ্যম একেবারে নিষিদ্ধ। বিধিনিষেধের তালিকা এখানেই শেষ নয়। সরকারি ভবন, বিশ্ববিদ্যালয়, উপাসনালয় এবং হাসপাতালের কাছাকাছি বা ভিতরে ফুটেজ নেওয়া যাবে না।
১ মিলিয়ন দর্শকের আগমন হবে বিশ্বকাপে, আশা কাতার সরকারের। অথচ সমকামী এবং মহিলাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞার লিস্ট তৈরি করেছে দেশটি। আনা যাবে না সেক্স টয়, অ্য়ালকোহল, শুয়োরের মাংস। আনলেই সোজা শ্রীঘরে, কঠোর বার্তা কাতার সরকারের।