Under Water Lodge: জলের তলায় টানা ৭৪ দিন!
জলের তলায় রয়েছে একটি বাড়ি। ৩০ ফুট গভীরে রয়েছে এই বাড়িতে। ফ্লোরিডার অধ্যাপক জলের তলায় কাটালেন ৭৪ দিন। সেই অধ্যাপকের নাম জোসেফ ডিটুরি। জলের নীচে বেশিক্ষণ থাকার রেকর্ড করলেন তিনি।
জলের তলায় রয়েছে একটি বাড়ি। ৩০ ফুট গভীরে রয়েছে এই বাড়িতে। ফ্লোরিডার অধ্যাপক জলের তলায় কাটালেন ৭৪ দিন। সেই অধ্যাপকের নাম জোসেফ ডিটুরি। জলের নীচে বেশিক্ষণ থাকার রেকর্ড করলেন তিনি। সেই অধ্যাপক জানিয়েছেন তাঁর এখনও অনেকটা কাজ বাকি আছে। তিনি ১০০ দিন কাটাতে চান জলের তলাতে। জলের তলায় থেকে তিনি গবেষণা করেছেন। তিনি গবেষণা করেছেন জলের তালায় থাকার জন্য মানুষের শরীরে কী প্রভাব পড়ে। তিনি আগে ছিলেন নৌসেনার অফিসার। ডক্টরেট করেছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তিনি একটি হ্রদের ৩০ ফুট নীচে বানিয়েছেন একটি বাড়ি। জলের তলায় বসে তিনি পড়ুয়াদের পড়িয়েছেন অনলাইনে। ২৫০০ পড়ুয়াদের পড়িয়েছেন তিনি এই ৭৪ দিনে। এমনকি তিনি অনেকগুলো ইন্টারভিউও দিয়েছেন। জলের তলা রয়েছে একটি ডিজিটাল স্টুডিয়োও।