Hong Kong: হংকংয়ে বিনামূল্যে বিমানের টিকিট
এই স্কিমের নাম 'হ্যালো হংকং'। যাঁরা হংকংয়ে বেড়াতে যেতে চান, তাঁদের লটারিতে অংশ নিতে হবে। লটারির জন্য আপনাকে hongkongairport.com ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে অংশ নিতে হবে, ওয়ার্ল্ড অফ উইনার্স নামে একটি লটারিতে।
এই স্কিমের নাম ‘হ্যালো হংকং’। যাঁরা হংকংয়ে বেড়াতে যেতে চান, তাঁদের লটারিতে অংশ নিতে হবে। লটারির জন্য আপনাকে hongkongairport.com ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে অংশ নিতে হবে, ওয়ার্ল্ড অফ উইনার্স নামে একটি লটারিতে।
ইউরোপের যাত্রীরা একটি টিকিট পাবেন সঠিক উত্তর দিলে। ৫ জুন তাঁরা রিডিম করতে পারবে সেই পুরস্কার। কোরিয়ার সিওলের মানুষরা বিনামূল্যে বিমানের টিকিট পেতে, আবেদন করতে পারবেন জুনের শেষ পর্যন্ত। জাপানের মানুষরা বিনামূল্যে বিমানের টিকিট পেতে, আবেদন করতে পারবেন জুন মাস থেকে। তাইওয়ানের মানুষেরা বিনামূল্যে বিমানের টিকিট পেতে জুলাই মাস থেকে আবেদন করতে পারবেন। বাংলাদেশের মানুষরা বিনামূল্যে বিমানের টিকিট পেতে, আবেদন করতে পারবেন ২২ মে থেকে। দক্ষিণ আফ্রিকার যাত্রীরা বিনামূল্যে বিমানের টিকিটের জন্য আবেদন করতে পারবেন ৬ জুন থেকে। লাকি ড্রয়ে অংশ নিতে ক্যাথে প্যাসিফিক ওয়েবসাইটে যেতে হবে। হংকং এয়ারলাইন্স বিনামূল্যে রাউন্ড-ট্রিপ অফার করছে সিওল থেকে হংকং পর্যন্ত। বিনামূল্যে বিমানের টিকিট ছাড়াও, ছাড় পাবেন রেস্তোরাঁতেও।