Partha Chatterjee News: দিনে ৮,০০০, মাসে ২.৫ লাখ টাকার ফল খেতেন পার্থ!
Partha Chatterjee: মাসে নাকি ২.৫ লক্ষ টাকার ফল খেতেন পার্থবাবু। ফলের দাম যতই হোক, দিনের দিন মিটিয়ে দেওয়া হত ফলের দাম, খবর পার্থ-ঘনিষ্ঠ সূত্রে!
কলকাতা: প্রতিদিন ফল ছাড়া নাকি পার্থ চট্টোপাধ্যায় থাকতেই পারতেন না, জানাচ্ছেন প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠরাই। বর্তমানে ইডি হেফাজতে পার্থ। সেখানে আদৌ পছন্দের ফল প্লেটে পাচ্ছেন তিনি?
যে সে ফল নয়, পার্থর প্লেটে নাকি থাকত ভিন্ন ভিন্ন জাতের ফল। ১১১ কেজি ওজন, প্রেসার-থাইরয়েড-ডায়াবেটিসের মতো সমস্যা সত্ত্বেও খাওয়াদাওয়ায় ‘কার্পণ্য’ করতেন না পার্থ। সিঙ্গারা, ফিস-তন্দুরির পাশাপাশি হাজার হাজার টাকার ফলও থাকত তাঁর রোজনামচায়। এখন সেই ফলেও ‘ভূত’ দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা!
তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পারেন পার্থর ফল প্রীতির কথা। সেই ফল আসত কলকাতার এক অভিজাত বাজার থেকে, খবর ইডি সূত্রে। কী ফল খাবেন? সেই অনুযায়ী প্রত্যহ বাড়িতে ৭,০০০-৮,০০০ টাকার ফল আসত নিউ মার্কেট থেকে, এমনই জানাচ্ছেন গোয়েন্দারা!
ইডির হিসাব বলছে, মাসে নাকি ২.৫ লক্ষ টাকার ফল খেতেন পার্থবাবু। ফলের দাম যতই হোক, দিনের দিন মিটিয়ে দেওয়া হত ফলের দাম, খবর পার্থ-ঘনিষ্ঠ সূত্রে! এই ফলের মধ্যেও নাকি রয়েছে এসএসসি দুর্নীতির ‘বীজ’, দাবি দুঁদে গোয়েন্দাদের।