Ganguly Vs. Chappelle: ২২গজের বাইরে, সৌরভ বনাম চ্যাপেল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 15, 2023 | 3:36 PM

এপ্রিল ২০০৫ ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় গ্রেগ চ্যাপেলকে জাতীয় দলের কোচ করার প্রস্তাব দেন। মে ২০০৫ ভারতীয় দলের হেড কোচ হন চ্যাপেল। কোচ হয়েই চ্যাপেল জানান- সচিনের ফর্ম ফেরানো তাঁর ১ম লক্ষ্য। জুন ২০০৫ সৌরভ জানান- গোটা দল পূর্ণ সমর্থন করবে চ্যাপেলকে। জন রাইটের স্থলাভিষিক্তকে পূর্বসূরির সঙ্গে তুলনা করতে চান না সৌরভ।

এপ্রিল ২০০৫ ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় গ্রেগ চ্যাপেলকে জাতীয় দলের কোচ করার প্রস্তাব দেন। মে ২০০৫ ভারতীয় দলের হেড কোচ হন চ্যাপেল। কোচ হয়েই চ্যাপেল জানান- সচিনের ফর্ম ফেরানো তাঁর ১ম লক্ষ্য। জুন ২০০৫ সৌরভ জানান- গোটা দল পূর্ণ সমর্থন করবে চ্যাপেলকে। জন রাইটের স্থলাভিষিক্তকে পূর্বসূরির সঙ্গে তুলনা করতে চান না সৌরভ। তিন মাসের মধ্যেই চূড়ান্ত পট পরিবর্তন। সেপ্টেম্বর ২০০৫ সৌরভ – চ্যাপেল সম্পর্কের অবনতি ঘটে। পদত্যাগ সৌরভের। সৌরভ বলেন – কোচের কথায় অধিনায়কত্ব ছেড়েছেন। তার ২-৩ দিন আগে চ্যাপেল বলেন সৌরভের সঙ্গেই তিনি এগিয়ে নিয়ে যাবেন টিম ইন্ডিয়াকে। বিসিসিআই- চ্যাপেল- সৌরভ ৪ ঘণ্টার রুদ্ধদ্বার মিটিং। নভেম্বর ২০০৫ সৌরভকে বাদ দেওয়ার প্রতিবাদে ইডেনে দর্শকদের প্রতিবাদ। টিম বাস থেকে দর্শকদের মধ্যমা দেখান গ্রেগ চ্যাপেল। মার্চ ২০০৬ চ্যাপেল বলেন- টাকার জন্য ক্যাপ্টেন্সি ছাড়ছিলেন না সৌরভ। নভেম্বর ২০০৬ সৌরভ বলেন- কোচ চ্যাপেলের দর্শন ইন্ডিয়ান ক্রিকেটের জন্য নয়। জানুয়ারি ২০০৭ ভুবনেশ্বরে দর্শকের কাছে চড় খেলেন চ্যাপেল। জানুয়ারি ২০০৭ এ সৌরভের দলে ফেরাকে ‘সাফল্যের গল্প’ বললেন গ্রেগ। ফেব্রুয়ারি ২০০৭ গ্রেগ বলেন- ২০০৫ এ বাদ দেওয়াতেই দুরন্ত প্রত্যাবর্তন সৌরভের। এপ্রিল ২০০৭ বিশ্বকাপে সিনিয়র প্লেয়ারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে সচিনের চক্ষুশূল গ্রেগ। এপ্রিল ২০০৭ চুক্তি নবীকরণ না করিয়ে দেশে ফেরেন গ্রেগ চ্যাপেল।