Netherlands Cricketer: বাইশ গজে বাপ কা বেটা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2023 | 3:47 PM

Tim De Lede: ২০২৩ বিশ্বকাপের মূলপর্বে নেদারল্যান্ডসকে তুললেন বাস ডি লিড। স্কটল্যান্ডকে হারাতে ৫ উইকেট নেন বাস ডি লিড। তারপর ১২৩ রানের ঝোড়ো ইনিংস। ৪২.৫ ওভারে লক্ষ্য পূরণ।

২০২৩ বিশ্বকাপের মূলপর্বে নেদারল্যান্ডসকে তুললেন বাস ডি লিড। স্কটল্যান্ডকে হারাতে ৫ উইকেট নেন বাস ডি লিড। তারপর ১২৩ রানের ঝোড়ো ইনিংস। ৪২.৫ ওভারে লক্ষ্য পূরণ। এই তরুণ ক্রিকেটারের বাবাও বিশ্বকাপার ক্রিকেটার। ২০০৩এ ভারতের বিরুদ্ধে খেলেন। নেন ৪ উইকেট। আউট করেন সচিন তেণ্ডুলকরের মতো ব্যাটসম্যানকে। টিম খেলেন ৩টি ওয়ার্ল্ড কাপ। অলরাউন্ডার ছেলের বাবাও ছিলেন অলরাউন্ডার টিম ডি লিড। উইকেট নিয়ে বাবা টিম ডি লিড মতই সেলিব্রেট করেন ছেলে বাস ডি লিড। এবার ভারতে বিশ্বকাপ খেলতে আসছে নেদারল্যান্ডস। নজর থাকবে বাস ডি লিডের দিকে।