Chandrayaan Mission Cost: হলিউড ছবির থেকে বাজেট কম চন্দ্রযানের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2023 | 4:06 PM

ISRO: অন্য দেশ হলে এই চন্দ্রযানের খরচ হত প্রায় ৪ গুণ। তবুও ভারত হাল ছাড়তে নারাজ। হলিউড ছবির বাজেট অনেক বেশি চন্দ্রযান মিশন ২ ও চন্দ্রযান মিশন ৩ - এর থেকে। ৯৭৮ কোটি টাকা বাজেট ছিল চন্দ্রযান মিশন ২ -এর। এই বাজেটের মধ্যে ৬০৩ কোটি টাকা মিশনের খরচ ছিল ।

ইসরো তৈরি চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল। এবার চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছাবে ১৪ জুলাই। এই চন্দ্রযানের জন্য খরচ ৬১৫ কোটি টাকা। ভারতের সব থেকে বড় বাধা আর্থিক সমস্যা । অন্য দেশ হলে এই চন্দ্রযানের খরচ হত প্রায় ৪ গুণ। তবুও ভারত হাল ছাড়তে নারাজ। হলিউড ছবির বাজেট অনেক বেশি চন্দ্রযান মিশন ২ ও চন্দ্রযান মিশন ৩ – এর থেকে। ৯৭৮ কোটি টাকা বাজেট ছিল চন্দ্রযান মিশন ২ -এর। এই বাজেটের মধ্যে ৬০৩ কোটি টাকা মিশনের খরচ ছিল । পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান বানাতে খরচ হয়েছিল প্রায় ৩ হাজার ১২২ কোটি টাকা। হলিউড ছবি অ্যাভেনজার্সের বাজেট ২ হাজার ৪৪৩ কোটি টাকা। হলিউডে ‘অবতার’ ছবির বাজেট প্রায় ৩ হাজার ২৮২ কোটি। চন্দ্রযান-২-এর খরচ অনেকটাই কম স্পাইডার ম্য়ান-৩, টাইটানিকের থেকে। ৫৫০ কোটি টাকা বাজেট ছিল আরআরআর ছবির। চন্দ্রযান-৩ এর খরচ এই ছবির থেকে একটু বেশি । ইসরোর মঙ্গলযান অভিযানে ৪৪০ খরচ হয়। এই বাজেট অন্যান্য দেশের থেকে অনেকটাই কম।