Submarine: কলকাতায় তৈরি নৌবাহিনীর নয়া 'অস্ত্র'

Submarine: কলকাতায় তৈরি নৌবাহিনীর নয়া ‘অস্ত্র’

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 28, 2023 | 3:34 PM

Indian Navy: কিন্তু এই প্রথম ভারতবর্ষে নৌবাহিনী সঙ্গে যুক্ত হতে চলেছে সমুদ্রের তলদেশে থাকা অটোনোমাস আনম্যানড ভেহিক্যাল। মোট ৪৫ কেজি এর এই যানটি ২.১৫ মিটার লম্বা। দেখতে সম্পূর্ণ সাবমেরিনের মত।

এবার ভারতীয় নৌ বাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে “অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিক্যাল” । অর্থাৎ জলের তলায় চলাচলকারী মানবহীন নৌ যান। ভারতবর্ষের নৌবাহিনীতে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই অত্যাধুনিক যানটি অন্তর্ভুক্ত করা হবে। জলের গভীরে থাকা মাইন খুঁজে দেওয়া থেকে শুরু করে শত্রুপক্ষের যেকোনো অস্ত্র সহজেই প্রতিরোধ করতে এই অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিক্যালটি কার্যকর ভূমিকা নিতে চলেছে। সম্পূর্ণ সাবমেরিন এর মতো দেখতে এই যন্ত্রটি আকারে অত্যন্ত ছোট। কিন্তু কার্যকরী ভূমিকা থাকবে এর সর্বাধিক। গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) এই অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিক্যালটি তৈরি করল। যাকে এককথায় “মিনি সাবমেরিন” বলে হচ্ছে। আজ গার্ডেনরিচ শিপবিল্ডার্স এর জেটিতে এক অনুষ্ঠানে নৌবাহিনীর জন্য এই নয় যানটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা এবং উন্নয়ন বিভাগের সচিব তথা ডিআরডিও’র চেয়ারম্যান সমীর ভি কামাত। তিনি এর নাম দিয়েছেন, “নিরাক্ষী”। জিআরএসই’র তরফে জানানো হয়েছে, এই যানটি জলের থেকে প্রায় ৩০০ মিটার নিচে পর্যন্ত ডুবে চলাচল করতে পারবে। এই যানটির ভিতরে এতটাই অত্যাধুনিক যন্ত্রাংশকে বসানো হয়েছে যে, শত্রুপক্ষের যুদ্ধ জাহাজে থাকা সোনার সিস্টেম সেটিকে ট্র্যাক করতে পারবে না। আপাতত জলের নিচে মাইন খুঁজে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূল রক্ষ্মী বাহিনীকে সাহায্য করা, কোনও টর্পেডো ভারতীয় উপকূলের দিকে বা ভারতীয় যুদ্ধ জাহাজের দিকে ছুটে এলে সেটিকে সহজে ট্র্যাক করা, শত্রুপক্ষের সাবমেরিন কোন দিক থেকে আসছে সেটিকে ট্রাক করে ভারতীয় নৌবাহিনীকে খবর পাঠানো সহ জলের গভীরে যাবতীয় নজরদারির করবে এই অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিক্যালটি। এদিন অনুষ্ঠান শেষে জিআরএসই’র সিএমডি কমোডর পি আর হরি বলেন, এই অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিক্যালটি যুদ্ধজাজের মধ্যে থাকবে। তারপর সেটিকে মাঝসমুদ্রে নামিয়ে দেওয়া হবে। যেকোনো যুদ্ধ জাহাজ এবং উপকূলে থাকা নৌ সেনার কন্ট্রোল রুম থেকে এই যানটিকে নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে মাইন খুঁজে দেওয়ার কাজ এটি করলেও পরবর্তীকালে আরো আধুনিক যন্ত্রাংশ যুক্ত করে এই অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিক্যালটি মাইন নষ্ট করার কাজেও ব্যবহার হবে। একবার ব্যাটারিতে চার্জ দেওয়া হলে চার ঘন্টা সমুদ্রের তলদেশে থাকতে পারে। এতদিন ভারতবর্ষে আনম্যানড এরিয়াল ভেহিক্যাল দেখা গিয়েছে। কিন্তু এই প্রথম ভারতবর্ষে নৌবাহিনী সঙ্গে যুক্ত হতে চলেছে সমুদ্রের তলদেশে থাকা অটোনোমাস আনম্যানড ভেহিক্যাল। মোট ৪৫ কেজি এর এই যানটি ২.১৫ মিটার লম্বা। দেখতে সম্পূর্ণ সাবমেরিনের মত।