Drama Godhuli Gagane: এ এক জীবন মৃত্যুর গল্প!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 06, 2023 | 11:55 AM

থর্নটন ওয়াইন্ডারের নাটক 'আওয়ার টাউন' এর অনুপ্রেরণায় 'গোধূলি গগনে' মঞ্চস্থ হতে চলেছে। এই নাটকে উঠে এসেছে ফেলে আসা সময় ও জীবনের নানা মুহূর্ত গুলো। আটের দশকের অতি সাধারণ জীবন যাপন থেকে বর্তমান সময়ের নানা দিক উঠে এসেছে।

থর্নটন ওয়াইন্ডারের নাটক ‘আওয়ার টাউন’ এর অনুপ্রেরণায় ‘গোধূলি গগনে’ মঞ্চস্থ হতে চলেছে। এই নাটকে উঠে এসেছে ফেলে আসা সময় ও জীবনের নানা মুহূর্ত গুলো। আটের দশকের অতি সাধারণ জীবন যাপন থেকে বর্তমান সময়ের নানা দিক উঠে এসেছে। রোজকার জীবনের আশা-নিরাশা, কান্না- হাসি নিয়ে তৈরি হয়েছে ‘গোধূলি গগনে’।’গোধূলি গগনে’ নাটকটি প্রথম মঞ্চস্থ হবে রবিবার ৬ ই আগস্ট ২০২৩, জ্ঞান মঞ্চে, সন্ধ্যা ৬.৩০ টায়। এই নাটকে অভিনয় করেছেন পদ্মনাভ দাশগুপ্ত, গৌতম পুরকায়স্থ, অর্জুন দাশগুপ্ত, শ্রমনা ঘোষ, নবনীতা দত্ত, প্রমুখ। ‘গোধূলি গগনে’ নাটকটি নির্দেশনার দায়িত্বে থাকবেন পদ্মনাভ দাশগুপ্ত। পুরানো দিনের বাড়িগুলো ক্রমশ পাল্টে গিয়ে হয়ে যায় হাইরাইজ বিল্ডিং, কয়লা ভাঙ্গার আওয়াজ বা চড়ুই পাখির ডাক মুছে যায় নিরন্তর মোবাইলের আওয়াজে, জেগে থাকে শুধু রাত জাগা এক সুবিশাল চাঁদ। সে তখনও ছিল, আগামী দিনেও থাকবে, আর থাকবে মানুষের ক্রমশ পাল্টে যাওয়া জীবন যাপন।