EarthQuake Google Alert: ভূমিকম্পের আগাম খোঁজ দেবে গুগল

EarthQuake Google Alert: ভূমিকম্পের আগাম খোঁজ দেবে গুগল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 14, 2023 | 6:15 PM

এবার আপনার ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাঠাবে গুগল। ভারতীয়দের এই বিশেষ বার্তা গুগল পাঠানো শুরু করবে অক্টোবরের ১ম সপ্তাহ থেকে। অ্যান্ড্রয়েড ফোনের ইনবিল্ট সেন্সর বা অ্যাক্সিলারোমিটার ব্যবহার করে দেওয়া হবে এই সতর্কবার্তা। একটি স্মার্টফোনের অ্যান্ড্রয়েড সিস্টেম ভূকম্পন অনুভব করে তার তথ্য পাঠাবে গুগলের কেন্দ্রীয় সার্ভারে।

এবার আপনার ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাঠাবে গুগল। ভারতীয়দের এই বিশেষ বার্তা গুগল পাঠানো শুরু করবে অক্টোবরের ১ম সপ্তাহ থেকে। অ্যান্ড্রয়েড ফোনের ইনবিল্ট সেন্সর বা অ্যাক্সিলারোমিটার ব্যবহার করে দেওয়া হবে এই সতর্কবার্তা। একটি স্মার্টফোনের অ্যান্ড্রয়েড সিস্টেম ভূকম্পন অনুভব করে তার তথ্য পাঠাবে গুগলের কেন্দ্রীয় সার্ভারে। এরকম ভাবে একই এলাকা থেকে একাধিক কম্পনের তথ্য একত্র করলে বোঝা যাবে সেই এলাকার কম্পনের মাত্রা। এমন কি ভূমিকম্পের উপকেন্দ্র এবং কোন কোন এলাকায় তা ছড়িয়ে পড়ছে তাও জানা যাবে।

জাতীয় দুর্যোগ মোকাবিলা কেন্দ্র,মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস ও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, গুগলের সঙ্গে এক জোট হয়ে করবে এই কাজ। ভূমিকম্প এমনই এক প্রাকৃতিক দুর্যোগ যাতে বিপুল প্রাণহানির সম্ভাবনা থেকে যায়। স্মার্টফোন ইউজারদের মোবাইল ফোনের একটি ফিচার ব্যবহার করে তার মোকাবিলা করা যায় খুব সহজেই। তবে কেউ চাইলে নিজের মোবাইলে অফ করে রাখতে পারবেন এই ফিচারটি। তার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে আর্থকোয়েক অ্যালার্ট অফ করতে হবে। অ্যান্ড্রয়েড ৫ ও তার পরবর্তী ভার্সনের ওএস আছে এমন স্মার্টফোনে কাজ করবে এই ফিচার।