Bollywood Star Govinda: ১০০ কোটির ছবি ফেরালেন কেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 07, 2023 | 12:28 PM

দীর্ঘদিন গোবিন্দাকে বড়পর্দায় দেখা যায়নি। তিনি প্রায় ১৭০টি ছবিতে অভিনয় করেছেন। ২০২৩ এ একের পর এক হিট ছবি। গদর ২,জওয়ান ও পাঠান। প্রযোজকদের এক অংশ গোবিন্দাকে গদর ২ য়ের জন্য বেছে ছিলেন। কিন্তু গদর মানেই সানি দেওলের সিনেমা।

দীর্ঘদিন গোবিন্দাকে বড়পর্দায় দেখা যায়নি। তিনি প্রায় ১৭০টি ছবিতে অভিনয় করেছেন। ২০২৩ এ একের পর এক হিট ছবি। গদর ২,জওয়ান ও পাঠান। প্রযোজকদের এক অংশ গোবিন্দাকে গদর ২ য়ের জন্য বেছে ছিলেন। কিন্তু গদর মানেই সানি দেওলের সিনেমা। তাই গোবিন্দার বদলে সানি দেওলকে নেওয়া হয়। এতে তাঁর প্রায় ১০০ কোটি টাকার প্রজেক্ট হাত ছাড়া হয় ।

আয়নার সামনে গোবিন্দা নিজেকে থাপ্পড় মারেন। গোবিন্দা সব প্রোজেক্টে সই করেন না। গোবিন্দা খুব বেছে সিনেমা করেন। অতীতে যেমন কাজ করেছেন,সেই কাজ করতে চান। কিছুদিন আগে পঞ্জি কেলেঙ্কারিতে গোবিন্দার নাম জড়িয়েছে। তদন্তকারীদের মতে, সোলার টেকনো অ্যালায়েন্স সংস্থা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত। গোবিন্দা সেই সংস্থার প্রচারের মুখ । তাই তাঁকে জেরা করা হতে পারে।