Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solar Power: মাস শেষে বিদ্যুতের বিল এলে শক লাগে? তাহলে এবার অচিরাচরিত শক্তির ব্যবহার করে কমান বিদ্যুৎ বিল

Solar Power: মাস শেষে বিদ্যুতের বিল এলে শক লাগে? তাহলে এবার অচিরাচরিত শক্তির ব্যবহার করে কমান বিদ্যুৎ বিল

আসাদ মল্লিক

|

Updated on: May 07, 2023 | 6:00 PM

Solar Power: গরমে অনবরত চলছে পাখা, এসি। মাস শেষে বিদ্যুতের বিল এলে যেন শক লাগে? তাহলে এবার অচিরাচরিত শক্তির ব্যবহার করে কমান বিদ্যুৎ বিল। সৌর শক্তির ব্যবহার করে কমাতে পারেন বিদ্যুৎ বিলের অঙ্ক। কেন্দ্রীয় সরকারের নবীন এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক একটি স্কিম এনেছে। স্কিমের নাম 'সোলার রুফটপ স্কিম'।

গরমে অনবরত চলছে পাখা, এসি। মাস শেষে বিদ্যুতের বিল এলে যেন শক লাগে? তাহলে এবার অচিরাচরিত শক্তির ব্যবহার করে কমান বিদ্যুৎ বিল। সৌর শক্তির ব্যবহার করে কমাতে পারেন বিদ্যুৎ বিলের অঙ্ক। কেন্দ্রীয় সরকারের নবীন এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক একটি স্কিম এনেছে। স্কিমের নাম ‘সোলার রুফটপ স্কিম’। সেই স্কিমের আওতায় সোলার প্যানেলে ভর্তুকি দিচ্ছে সরকার। ৩১ মার্চ,২০২৬ এর মধ্যে বাড়ীতে সামান্য খরচে সোলার সিস্টেম বসানো যাবে। সোলার প্যানেল বসাতে ২০% থেকে ৪০% পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। বাড়ির বৈদ্যুতিন যন্ত্র সৌর শক্তি চালিত হলে বিদ্যুতের ক্রমবর্ধমান বিল নিয়ে চিন্তা কমবে। সোলার রুফটপ স্কিমে বাড়িতে সোলার সিস্টেম লাগাতে অনলাইনে আবেদন করতে হবে। সরকারি পোর্টাল https://solarrooftop.gov.in এ রেজিস্টার করতে হবে প্রথমে। তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর লাগবে স্থানীয় বিদ্যুৎ বিতরণ সংস্থার একটি অনুমোদন। সেই অনুমতি এলে বিদ্যুৎ সংস্থার অনুমোদিত বিক্রেতা সোলার প্যানেল ইন্সটল করে দেবে। এরপর https://solarrooftop.gov.in এ ক্যানসেলড চেক, প্রমাণপত্র ও ব্যাঙ্ক ডিটেইলস জমা দিতে হবে। ৩০ দিনের মধ্যে ভর্তুকির টাকা ঢুকবে। ১ কিলোওয়াট সৌর চালিত প্ল্যান্ট দিনে ৪ ইউনিট বিদ্যুৎ জোগান দেয়। এভাবে বাড়িতেই মাসে ১০০ থেকে ১২০ ইউনিট সৌর বিদ্যুৎ উৎপাদিত করা যাবে । এই বিদ্যুতে ৩টি আলো, ১টি পাখা, ১টি টিভি ও ১টি রেফ্রিজারেটর চালানো যাবে।