Midnapore Municipality News: হকারদের এবার ‘ক্লিনিং চার্জ’!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 27, 2023 | 4:15 PM

কেউবা বলছেন গুন্ডা ট্যাক্স আবার কেউবা বলছেন তোলা আদায়। শহরের রাস্তাঘাট পরিষ্কারের জন্য রাস্তার পাশে বসে থাকা হকার্সদের পৌরসভাকে দিতে হবে cleaning চার্জ, এরকমই নির্দেশিকা জারি করেছে মেদিনীপুর পৌরসভা।

কেউবা বলছেন গুন্ডা ট্যাক্স আবার কেউবা বলছেন তোলা আদায়। শহরের রাস্তাঘাট পরিষ্কারের জন্য রাস্তার পাশে বসে থাকা হকার্সদের পৌরসভাকে দিতে হবে cleaning চার্জ, এরকমই নির্দেশিকা জারি করেছে মেদিনীপুর পৌরসভা। এই নির্দেশিকা জারি নিয়ে বক্তব্য হকার্সদের। আর যা নিয়ে মেদিনীপুর শহরে শুরু হয়েছে জোর চর্চা। আগামী 1st আগস্ট থেকে এই cleaning চার্জ নেওয়া হবে শহরের রাস্তার পাশে বসে থাকা হকারদের কাছ থেকে। আর ইতি মধ্যে যার বিরোধিতা করে রাস্তায় নেমেছে শহরের একমাত্র রেজিস্ট্রিকৃত হকার্স ইউনিয়ন মেদিনীপুর শহর হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। উল্লেখ্য আগস্ট মাসের এক তারিখ থেকে মেদনীপুর শহরে হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসা অনুযায়ী দশ টাকা ও কুড়ি টাকা আদায় করবে মেদিনীপুর পৌরসভা, যা নিয়ে ইতিমধ্যে মেদিনীপুর শহরে মাইকিং করে প্রচার করা হচ্ছে আর তাতেই তোলা আদায়ের গন্ধ পাচ্ছে শহরের হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।ব্যবসায়ীদের কারো কারো মত এটা যথারীতি গুন্ডা ট্যাক্স। যা মেদনীপুর শহরে আগে কোনদিন ছিল না। প্রশাসনিক গুন্ডা টেক আদায়ের বিরুদ্ধে খুব শীঘ্রই হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি রাস্তায় নেমে যেমন আন্দোলন করবে পাশাপাশি কোর্টের দারস্ত হবে বলেও জানিয়েছেন হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক শঙ্কর দাস। মেদিনীপুর শহরের ছোট ব্যবসাদার বা রাস্তার পাশে বসা হকার্সদের বক্তব্য মেদিনীপুর শহরের একটা বড় মল বছরে কত টাকা ট্যাক্স দেয় পৌরসভাকে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন যদি একটা হকার্স রাস্তার ধারে বসে থাকা হকার্স যদি প্রতিদিন দশ টাকা দেয় তাহলে বছরে তাকে ট্যাক্স দিতে হচ্ছে ৩৬০০ টাকা, এটাই কি এই সরকারের নীতি গরিব মারার। পৌরসভা হকার্সদের ভেন্ডার লাইসেন্স না দিয়ে এই ক্লিনিং চার্চ বসিয়ে গরিব হকার্সদেরকে মেরে অতিরিক্ত টাকা আদায় করে রোজগার করতে চাইছে। শংকর দাসের আরও অভিযোগ ১৯৯৮ সালে প্রায় ৫ হাজার হকার্স পুনর্বাসনের জন্য মেদিনীপুর পৌরসভাকে দিয়েছিল 2500 করে টাকা আজ অব্দি একজন হকারও মেদিনীপুরে পুনর্বাসন পায়নি সেই টাকা গেল কোথায়।
যদিও মেদনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সাফ জানিয়ে দিয়েছেন যদি ক্লিনিং চার্জ না দেয় হকার্সরা তাহলে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন পুরবোর্ডের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুরআইন মেনে এই ক্লিনিং চার্জ নেওয়া হবে মেদিনীপুর শহরের হকার্সদের কাছ থেকে। মেদিনীপুর শহরে লিখিত এবং অলিখিত প্রায় দশ হাজারেরও বেশি হকার্স রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে মেদিনীপুর পৌরসভার এই ক্লিনিং চার্জ নেওয়ার ঘোষণার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে শহরে ।।