Birbhum News: এবার কাকা ভাইপোর নামে পোস্টার!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 27, 2023 | 3:47 PM

আজ সকালে দুবরাজপুর ৬ নং নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই পোস্টারে আটটি আবাস যোজনার বাড়ি উল্লেখ করা হয়েছে সেই বাড়িগুলি কাকা ভাইপোর নামে দু'জনকে দেওয়া হয়েছে।

কাকা ভাইপোকে নিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য দুবরাজপুরে। আজ সকালে দুবরাজপুর ৬ নং নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই পোস্টারে আটটি আবাস যোজনার বাড়ি উল্লেখ করা হয়েছে সেই বাড়িগুলি কাকা ভাইপোর নামে দু’জনকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন এই কাকা ভাইপো কে ? অঙ্গনওয়াড়ি সেন্টার খুলতে এসে অঙ্গনওয়াড়ি কর্মীরাও দেখেন যে তাদের সেন্টারের গেটে একটি পোস্টার রয়েছে। দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযুষ পান্ডে জানিয়েছেন এটা ভিত্তিহীন অভিযোগ। কোন কাকা ভাইপো বা কোন মানুষকে আটটি বাড়ি দেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে। এটা কোন মাতাল ছেলের কাজ। তিনি এও জানিয়েছেন একটা অভিযোগ যখন উঠেছে তখন বিষয়টা খতিয়ে দেখা হবে।