Longest Nose: দীর্ঘতম নাক! এমন ব্যক্তিকে চেনেন?
Longest Nose: আপনি কি চেনেন সবথেকে বড় নাক আছে এমন ব্যক্তিকে ? তাঁর নাম মেহমেত ওজিউরেক। তাঁর নাকটি লম্বা ছিল ৩.৫ ইঞ্চি। মেহমেত দীর্ঘতম নাকের জন্য ৩ বার পুরস্কারও পেয়েছেন।
আপনি কি চেনেন সবথেকে বড় নাক আছে এমন ব্যক্তিকে ? তাঁর নাম মেহমেত ওজিউরেক। তাঁর নাকটি লম্বা ছিল ৩.৫ ইঞ্চি। মেহমেত দীর্ঘতম নাকের জন্য ৩ বার পুরস্কারও পেয়েছেন। তাঁর নাকটি এতটাই বড় ছিল যে দেখে মনে হত নাকটি ঝুলছে। অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তাঁর। তিনি আজ আর জীবিত নেই। হৃদরোগের কারণে মারা যান। তাঁকে তুরস্কের আর্টভিনে সমাধীস্থ করা হয়। মেহমেতের ঘ্রাণশক্তি ছিল প্রবল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করনে তিনি ২০২১ সালে।
সাধারণ মানুষের থেকে তাঁর ঘ্রাণশক্তি অনেকটাই আলাদা ছিল। তিনি অনেক দূর থেকে গন্ধ পেতেন। তিনি কোন বাড়িতে কী রান্ন হচ্ছে বলে দিতে পারতেন সেই বাড়িতে ঢোকার সময়। মেহমেতের বাবা বা ঠাকুর্দারও এই রকম বড় নাক ছিল। এই বড় নাক হওয়ার কারণ হয়তো জেনেটিক অবস্থা জন্য। বিশ্বের মানুষ তাঁকে পছন্দ করতেন তাঁর এই বড় নাকের জন্য। তাঁর স্ত্রী তাঁর এই দীর্ঘ নাক পছন্দ করতেন। সবথেকে দীর্ঘতম নাকের জন্য মেহমেত কিন্তু সেই ব্যক্তি না। আঠারো শতকে এক ব্রিটিশ নাগরিকের সবথেকে দীর্ঘতম নাক ছিল। থমাস ওয়েডার্সের নাাকটি লম্বা ছিল ৭.৫ ইঞ্চি।