Health Benefits: আর্থ্রাইটিসের ব্যথা কমায় এই উপাদান

TV9 Bangla Digital | Edited By: rahul Sadhukhan

Dec 19, 2023 | 9:09 PM

পাহাড়তলি দিয়ে কোথায় যায়, সেটা অবশ্য গানটা থেকে জানা যায় না। তবে গাঁজা আপনার শরীরে প্রবেশ করলে, কী কী রোগের মুক্তি ঘটায়, সেটা জানা গেল নতুন গবেষণায়। যা শুনে আপনার চোখ কপালে উঠবে।

‘গাঁজার নৌকা পাহাড়তলি যায়, ও মীরাবাঈ! ‘

পাহাড়তলি দিয়ে কোথায় যায়, সেটা অবশ্য গানটা থেকে জানা যায় না। তবে গাঁজা আপনার শরীরে প্রবেশ করলে, কী কী রোগের মুক্তি ঘটায়, সেটা জানা গেল নতুন গবেষণায়। যা শুনে আপনার চোখ কপালে উঠবে।

গাঁজা বিক্রি ও সেবন-দুইই এদেশে অপরাধ। রোজ কত খবর আসে। যে অমুক জায়গায় অত কেজি গাঁজা উদ্ধার। তমুক জায়গায় অত কেজি উদ্ধার। এত উদ্ধারের মাঝে অবশ্য এদেশের মানুষ চোরাগোপ্তা খুঁজে নেয় গাঁজার ঠিকানা। চেনা লোক। তাঁর কাছ থেকেই গাঁজা নেওয়ার প্রবণতা এদেশের। কল্কেতে টান দিয়ে ‘দম মারো দম’ আসমুদ্র হিমাচল চোখের সামনে দেখে। কিন্তু প্রকাশ্যে গাঁজা যে এ দেশে ডাকাতি-খুনের মতই । অপরাধ। তবে গাঁজা সংক্রান্ত এক গবেষণা সামনে আসতেই, চোখ কপালে উঠে গিয়েছে। ভাল খবরের আগে খারাপ খবরটা আগে জেনে নিই।

গাঁজায় স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। এটা সবার জানা। কিন্তু উপকারিতা?তাহলে শুনুন। গাঁজা অন্ত্রের শোষণ ক্ষমতা বাড়ায়। আর্থ্রাইটিসের ব্যথা কমায়। ঘুমের সমস্যার সমাধান করে। মাইগ্রেনের সমস্যা নিরাময় করে।