Alipurduar Flood: ভাসছে আলিপুরদুয়ার!
শহরের জল বের করার জন্য ১০ টি পাম্প বসানো হয়েছে।সাধারন মানুষের ভোগান্তির পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের সংকট।যদিও দেখা নেই পুরসভার। আলিপুরদুয়ারে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭৮.৩০ মিমি।ফলে আলিপুরদুয়ার পুর এলাকার ৮,৯ ৫ ১৮ সহ দ্বীপচর এলাকায় জল জমে গেছে
জলে হাবুডুবু আলিপুরদুয়ার শহর।পুর এলাকায় জলে থৈ থৈ।ভুটানপাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে কালজানি সহ একাধিক নদীর জল বাড়ছে।পাশাপাশি অতিবর্ষনে আলিপুরদুয়ার পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে।দেখলে বিশ্বাস হবেনা এটা আলিপুরদুয়ার পুরসভা।পুরসভায় জল।আর এই জলে ভোগান্তি পুর নাগরিক দের।দেখার কেউ নেই।পুরসভা সে তো একটু পরেই ফিরিস্তি দেবে।শহরের জল বের করার জন্য ১০ টি পাম্প বসানো হয়েছে।সাধারন মানুষের ভোগান্তির পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের সংকট।যদিও দেখা নেই পুরসভার। আলিপুরদুয়ারে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭৮.৩০ মিমি।ফলে আলিপুরদুয়ার পুর এলাকার ৮,৯ ৫ ১৮ সহ দ্বীপচর এলাকায় জল জমে গেছে।কোথাও কোমর জল।আবার কোথাও হাঁটু জল।আলিপুরদুয়ার ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ নদীর চর এলাকার বাসিন্দারা পড়েছেন দুর্ভোগে।কালজানি নদীর জল বেড়ে যাওয়ায় সংকটে কয়েকশো পরিবার।হাঁটু জল ভেঙ্গে তারা নিয়ে যাচ্ছেন খাবার জল।তেমনি পাচ নম্বর ওয়ার্ডে ডুবে গেছে টিউবওয়েল। সেই টিউবওয়েল থেকেই জল নেওয়ার আপ্রান চেষ্টা করছেন মহিলারা। সাধারন মানুষের অভিযোগ সুষ্ঠু জলনিকাশি ব্যাবস্থা না থাকায় তিন মাস জলে ডোবে শহরের অধিকাংশ ওয়ার্ড।যদিও পুরসভার এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই।কালজানি নদীর জল আর ও বাড়বে তাই আতঙ্কে ৯ নম্বর ওয়ার্ড ও চাপাতলী এলাকার বাসিন্দারা। এ ব্যাপারে পুর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।