World Most Powerful Military: কোন দেশের সেনা সবচেয়ে শক্তিশালী?
GFP সংস্থা প্রকাশ সামরিক শক্তির তালিকা করেছে। ১৪৫টি দেশের সামরিক শক্তির ব়্যাঙ্কিং প্রকাশ করেছে GFP। সামরিক শক্তির ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে জায়গা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে রাশিয়া ও চিন। গত বছরে ব্রিটেন অষ্টম স্থানে ছিল। এবারে পঞ্চম স্থানে আছে ব্রিটেন।
GFP সংস্থা প্রকাশ সামরিক শক্তির তালিকা করেছে। ১৪৫টি দেশের সামরিক শক্তির ব়্যাঙ্কিং প্রকাশ করেছে GFP। সামরিক শক্তির ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে জায়গা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে রাশিয়া ও চিন। গত বছরে ব্রিটেন অষ্টম স্থানে ছিল। এবারে পঞ্চম স্থানে আছে ব্রিটেন। গত বছরে পঞ্চম স্থানে থাকা জাপান এবারে অষ্টম স্থানে এসেছে। গত বছরে সপ্তম থেকে নবম স্থানে এসেছে ফ্রান্স। এই তালিকায় ১৫ নম্বরে আছে ইউক্রেন। সপ্তম স্থানে আছে পাকিস্তান। GFP কম শক্তিশালী ১০টি দেশের তালিকা সবার সামনে এনেছে। এই তালিকায় নাম আছে ভুটান, সোমালিয়া,সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক,মলডোভা ও আইসল্যান্ড। ভারত আছে চতুর্থ স্থানে প্রতিরক্ষা সংক্রান্ত ব়্যাঙ্কিংয়ে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারত কিছু দিনের মধ্যে তৃতীয় স্থান দখল করতে পারে।