Dhupguri Flood: জলের তলায় জঙ্গল
জলমগ্ন ধুপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড। পৌরসভার নিচু এলাকায় বৃষ্টির জল জমে গিয়ে সমস্যায় সাধারণ মানুষ। ধুপগুড়ি থেকে ফালাকাটা আগামী রাজ্য সড়কের মায়ের থান এলাকায় জন্য এক হাঁটু জল যার ফলে সমস্যায় পথচারী থেকে সাধারণ মানুষ। পুরসভার তিন নম্বর চার নম্বর এবং ১৫ , ১৬ নম্বর ওয়ার্ডের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে বলে দাবি বাসিন্দাদের
ধূপগুড়ি শহর ডুয়ার্সে রাত থেকে দফায় দফায় বৃষ্টি বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন ধুপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড। পৌরসভার নিচু এলাকায় বৃষ্টির জল জমে গিয়ে সমস্যায় সাধারণ মানুষ। ধুপগুড়ি থেকে ফালাকাটা আগামী রাজ্য সড়কের মায়ের থান এলাকায় জন্য এক হাঁটু জল যার ফলে সমস্যায় পথচারী থেকে সাধারণ মানুষ। পুরসভার তিন নম্বর চার নম্বর এবং ১৫ , ১৬ নম্বর ওয়ার্ডের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে বলে দাবি বাসিন্দাদের। যদিও এখনো দেখা মিলেনি পুরোকর্তাদের। জল জমার কারণ হিসেবে বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন এলাকার মানুষ। সেই সাথে শহরের একাধিক জলাভূমি বেআইনিভাবে ভরাট করাটাও একটা বড় বিপদে কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি পরিবেশ প্রেমী দের।