Panchayat Election 2023 : কার্যত গৃহবন্দী সিপিআইএম প্রার্থী
কার্যত গৃহবন্দী সিপিএম প্রার্থী। ময়ূরেশ্বরের সিপিএম প্রার্থী সাহিনা খাতুনের অভিযোগ তৃণমূল হুমকি দিচ্ছে তাই তিনি ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেননা। কাঁদছেন তিনি। প্রসঙ্গত সাহিনা খাতুন যে সংসদের প্রার্থী সেখানে পুনঃনির্বাচন হচ্ছে। যদিও ওই প্রার্থী তার অভিযোগ এখনও পুলিশ বা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাননি।
কার্যত গৃহবন্দী সিপিএম প্রার্থী। ময়ূরেশ্বরের সিপিএম প্রার্থী সাহিনা খাতুনের অভিযোগ তৃণমূল হুমকি দিচ্ছে তাই তিনি ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেননা। কাঁদছেন তিনি। প্রসঙ্গত সাহিনা খাতুন যে সংসদের প্রার্থী সেখানে পুনঃনির্বাচন হচ্ছে। যদিও ওই প্রার্থী তার অভিযোগ এখনও পুলিশ বা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাননি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী । তিনি পালটা দাবি করেছেন সিপিএম প্রার্থীর সঙ্গে লোক নেই। তিনি মিথ্যা অভিযোগ করছেন। এদিকে ময়ূরেশ্বরের ভোটাররাও অভিযোগ করেন তাদেরও ভয় দেখানো হচ্ছে। খবর পেয়ে সেন্ট্রাল ফোর্স ওই এলাকায় যান এবং তারপরই ভোটাররাও ভোট দিতে বের হন।
Published on: Jul 10, 2023 02:19 PM