RBI on 2000 Rupee Note: দু’হাজার নিয়ে সতর্ক গিন্নিরা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 20, 2023 | 7:44 PM

২০০০ টাকার নোট বাতিল হবে ৩০শে সেপ্টেম্বর থেকে। ৭ বছর পরই ২০০০টাকার নোট বাতিল নিয়ে ফের চিন্তা বেড়েছে বাড়ির গৃহবধূদের। একটু একটু করে সঞ্চয় করে ঘরের কোনে থাকা পিগি ব্যাঙ্ক বা লক্ষ্মীর ভান্ডারে জমিয়ে থাকেন এই গৃহবধূরা। সেই জমানো অর্থে রয়েছে ২০০০টাকার নোটও

সংসার খরচ কীভাবে চালাতে হবে। কোন খাতে কত খরচ করতে হবে। তাঁরা ছাড়া কেইই বা খোঁজ রাখেন অতশত। তাঁরাই তো বাড়ির অর্থমন্ত্রী। বাড়ির হোম মিনিস্টারও তাঁরা। বাড়ির গৃহবধূরা। ২০০০ টাকার নোট বাতিল হবে ৩০শে সেপ্টেম্বর থেকে। ৭ বছর পরই ২০০০টাকার নোট বাতিল নিয়ে ফের চিন্তা বেড়েছে বাড়ির গৃহবধূদের। একটু একটু করে সঞ্চয় করে ঘরের কোনে থাকা পিগি ব্যাঙ্ক বা লক্ষ্মীর ভান্ডারে জমিয়ে থাকেন এই গৃহবধূরা। সেই জমানো অর্থে রয়েছে ২০০০টাকার নোটও। রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকার পর আবার ৭বছর আগের নোটবন্দির স্মৃতি ফিরে এসেছে তাঁদের মধ্যে। কেউ কেউ আতঙ্কিতও হচ্ছেন। আবার ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হবে এই গরমে। বদলাতে হবে ২০০০টাকার নোটগুলো। দুশ্চিন্তা কিছুটা হলেও গ্রাস করেছে বাড়ির গৃহবধূদের।