RBI on 2000 Rupee Note: দুহাজারে দু’ভাগ ব্যবসায়ীরা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 20, 2023 | 11:59 PM

ক্যাশ টাকায় লেনদেন যাদের তাদের সমস্যা হলেও ডিজিটালই আর্থিক লেনদেন করেন যে ব্যবসায়ীরা তাদের চিন্তা নেই। কলকাতার উত্তর থেকে দক্ষিণ ব্যবসায়ীরা চিন্তায়। ছোট মাঝারি ব্যবসায়ীদের এখন একটাই চিন্তা ২০০০ টাকার নোট। তাদের অনুমান, এবার ক্রেতারা সবাই আসবেন ২০০০ টাকা গছিয়ে দিতে

ব্যবসায়ীরা দু ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ক্যাশ টাকায় লেনদেন যাদের তাদের সমস্যা হলেও ডিজিটালই আর্থিক লেনদেন করেন যে ব্যবসায়ীরা তাদের চিন্তা নেই। কলকাতার উত্তর থেকে দক্ষিণ ব্যবসায়ীরা চিন্তায়। ছোট মাঝারি ব্যবসায়ীদের এখন একটাই চিন্তা ২০০০ টাকার নোট। তাদের অনুমান, এবার ক্রেতারা সবাই আসবেন ২০০০ টাকা গছিয়ে দিতে। নিলেও বিপদ না নিলেও বিপদ। নিলে ব্যাংকে যেতে হবে। লাইন দিতে হবে। অনেক ঝক্কি। না নেওয়া বেআইনি এবং আর্থিক ক্ষতি। বড় ব্যবসায়ী যারা ক্যাশ টাকার উপর নির্ভর করেন না যাদের আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে তারা মনে করছেন ২০০০ টাকার খুব একটা প্রভাব ব্যবসার ওপর পড়বে না। ক্যাশ টাকার ক্ষেত্রে সমস্যা। সিঁদুরে মেঘ দেখছেন তারা। অনলাইনে সেটা নেই। তাই দৃশ্যতই ব্যবসায়ীরা দ্বিধা বিভক্ত।

Published on: May 20, 2023 11:59 PM