Car AC Expense: গাড়িতে এক ঘণ্টা এসি চালাতে খরচ কত?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 04, 2023 | 7:37 PM

জানেন কি এক ঘণ্টা এসি চালানোর খরচ কত? ১ ঘণ্টা এসি চালিয়ে রাখলে ঠিক কতটা তেল পোড়ে? এয়ার কন্ডিশনিং সিস্টেম চালু থাকলে গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়ে। গাড়ির ইঞ্জিন যত বেশি শক্তি উৎপাদন করবে তত বেশি তেল খরচ হবে। একাধিক রিপোর্ট ও সমীক্ষা বলছে গাড়ির এসি চালু থাকলে ৮ থেকে ১০% জ্বালানি খরচ বাড়ে । প্রতি ১০০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রল শুষে নেয় এয়ার কন্ডিশনিং সিস্টেম

তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। অফিস বা বাড়ি থেকে বাইরে বেরোলেই হাঁসফাঁস । গাড়িতে উঠেই ইচ্ছে করে এসি অন করে দিই । জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে অনেক সময়ই এসি বন্ধ রাখেন গাড়ি মালিকরা । জানেন কি এক ঘণ্টা এসি চালানোর খরচ কত? ১ ঘণ্টা এসি চালিয়ে রাখলে ঠিক কতটা তেল পোড়ে? এয়ার কন্ডিশনিং সিস্টেম চালু থাকলে গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়ে। গাড়ির ইঞ্জিন যত বেশি শক্তি উৎপাদন করবে তত বেশি তেল খরচ হবে। একাধিক রিপোর্ট ও সমীক্ষা বলছে গাড়ির এসি চালু থাকলে ৮ থেকে ১০% জ্বালানি খরচ বাড়ে । প্রতি ১০০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রল শুষে নেয় এয়ার কন্ডিশনিং সিস্টেম। একজন তাঁর মারুতি সুজুকি ব্যালেনো গাড়িতে এই পরীক্ষা করেন । টানা ১ ঘণ্টা এসি চালানোয় তাঁর পেট্রল খরচ হয়েছে ১.৬৬ লিটার। বর্তমানে পেট্রলের দাম অনুযায়ী ১ ঘণ্টা এসি চালানোর খরচ প্রায় ১৬০ টাকা। ডিজেলের দাম অনুযায়ী এই খরচ প্রায় ১৩৪ টাকা। তার মানে ব্যালেনো জাতীয় গাড়িতে প্রতি ঘণ্টা এসি চালাতে ১০০ টাকার বেশি খরচ করতে হবে। এসি চললেই যে তেল খরচ বেশি হবে এমনটা নয়। বাতাসে আদ্রতা বেশি হলে বা গরম বেশি হলে এসির উপর চাপ বৃদ্ধি পায়। এই অবস্থায় কেবিন ঠান্ডা রাখতে অত্যধিক জ্বালানি লাগে গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমের।