Oxygen in Moon: চাঁদের মাটি থেকে মিলল অক্সিজেন

May 03, 2023 | 4:04 PM

Oxygen in Moon: নাসার আর্টেমিস মিশনে চাঁদে নভোশ্চর পাঠানোর প্রস্তুতি হচ্ছে। এই মিশনে চাঁদে তাদের উপস্থিতি বজায় রাখবে নাসা । এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্সিজেন তৈরি করা।

নাসার আর্টেমিস মিশনে চাঁদে নভোশ্চর পাঠানোর প্রস্তুতি হচ্ছে। এই মিশনে চাঁদে তাদের উপস্থিতি বজায় রাখবে নাসা । এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্সিজেন তৈরি করা। বিজ্ঞানীরা নকল চাঁদের মাটি থেকে অক্সিজেন নিষ্কাশন করেছেন। গবেষণাগারে বৈজ্ঞানিক উপায়ে তৈরি করেছেন এই মাটি। লুনার সয়েল একটি বিশেষ কায়দায় তৈরি করা গুঁড়ো গুঁড়ো মাটি দিয়ে সৃষ্ট। এই মাটিই ছড়িয়ে আছে চাঁদের পৃষ্ঠে। এই প্রথম বায়ুশূন্য পরিবেশে ওই মাটি থেকে অক্সিজেন বের করেছেন বিজ্ঞানীরা। ইন সিটু রিসোর্স ইউটিলাইজেশন প্রক্রিয়ার মাধ্য়মে এই কাজ হয়েছে। পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে চাঁদের মাটি থেকে অক্সিজেন তৈরি করা সম্ভব। ওই অক্সিজেন সংকটজনক মুহূর্তে মানুষকে বেঁচে থাকতে সাহায্য করবে। জনসন স্পেস সেন্টারের বিজ্ঞানীরা এই বিস্ময়কর কাজ করেছেন। এই অক্সিজেনে চাঁদের পৃষ্ঠে নভোশ্চরদের একদিনের প্রয়োজন মিটবে । বিজ্ঞানীদের মতে, এই অক্সিজেনের মাত্রা খুই কম। নাসার কার্বোথার্মাল রিডাকশন ডেমোনস্ট্রেশন টিম চাঁদের মতো একটি পরিবেশ তৈরি করেছে। একটি বিশেষ ১৫ ফুট বৃত্তাকার ডার্টি থার্মাল ভ্যাকুয়াম চেম্বার যেখানে কোনও বায়ু নেই। এই চেম্বারের তাপমাত্রা মাইনাস ১৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ১২৭ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত । ওই ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে বিজ্ঞানীরা চাঁদের মাটির সিমুল্যান্ট থেকে অক্সিজেন বের করেন। এই চেম্বারে কার্বোথার্মাল চুল্লি ব্যবহার করা হয়েছে। কার্বোথার্মাল চুল্লিতে চাঁদের মাটি উত্তপ্ত হয় । তারপর মাস স্পেকট্রোমিটার অবজারভিং লুনার অপারেশনস ডিভাইসে কার্বন মনোক্সাইড শনাক্ত হয়। ওই ডিভাইসের মাধ্যমেই বিজ্ঞানীরা জানতে পারেন এই প্রক্রিয়াটি সফল হয়েছে । ও নিশ্চিত হয় চাঁদের মাটি থেকে অক্সিজেন আহরণও সম্ভব হয়েছে ।