Motorcycle Tips: বাইকের টায়ার পাংচার এড়াবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 26, 2023 | 8:21 PM

বর্ষাকালে অনেক সময় দেখা যায় টায়ার পাংচার বেশি হয়। মাত্র ২০০ টাকা খরচ করলেই মুক্তি পাবেন এই সমস্যা থেকে। বাজারে পাওয়া যায় অ্যান্টি পাংচার লিকুইড। আপনার পুরানো বাইকের টায়ারে এই মলম লাগাতে পারেন।

বর্ষাকালে অনেক সময় দেখা যায় টায়ার পাংচার বেশি হয়। মাত্র ২০০ টাকা খরচ করলেই মুক্তি পাবেন এই সমস্যা থেকে। বাজারে পাওয়া যায় অ্যান্টি পাংচার লিকুইড। আপনার পুরানো বাইকের টায়ারে এই মলম লাগাতে পারেন। টিউবলেস টায়ারে পাংচার হলে, এই মলম লাগাতে পারেন। এই লিকুইড প্রয়োগ করার আগে চাকা থেকে সব হাওয়া বার করতে হবে। টিউবলেস টায়ারে শুধু মাত্র এই লিকুইড ব্যবহার করা যাবে। এই লিকুইড ঢাললেই পাংচারের জায়গা ভরাট হয়ে যাবে। নাইট্রোজেন ব্যবহার করা হয় এই লিকুইডগুলিতে। বিভিন্ন সংস্থা বলে থাকে, এই লিকুইডে টায়ার ১০,০০০ কিমি চলবে। কিন্তু ওয়ারেন্টি পাওয়া যায় ২০০০-৩০০০ কিলোমিটার পর্যন্ত। এই লিকুইডের দাম ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা । হাই স্পিড স্পোর্টস বাইকে এই লিকুইড ব্যবহার করার আগে অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নিন।