মুকেশ আম্বানির কাছে দামি গাড়ি ছাড়াও আছে ২টি রয়্যাল এনফিল্ড বাইক। মুকেশ আম্বানি উপহার পেয়েছিলেন ২টি কাস্টম বিল্ট রয়্যাল এনফিল্ড বুলেট। বাইকে আছে বড় প্রোটেক্টিভ ভাইজর। প্রোটেক্টিভ ভাইজর থাকলে, চালকের চোখ রক্ষা পাবে সূর্যের তাপ এবং ধুলো-বালি থেকে। বাইকে আছে একটি বড় বক্স । এই বক্সের জন্য অতিরিক্ত স্টোরেজ পাবেন। এনফিল্ড বুলেটে নীল-হলুদ স্ট্রাইপের সঙ্গে থাকবে সাদা রঙের ডিজাইন। পুলিশ লাইটও পাওয়া যাবে এনফিল্ড বুলেটে। এই লাইট দেওয়া হয় নিরাপত্তার জন্য। মুকেশ আম্বানি যে গাড়িতে চলাফেরা করেন,সেই গাড়িতে থাকে বিশেষ নিরাপত্তা। মুকেশ আম্বানি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। তিনি মার্সিডিজ মেব্যাক বেঞ্জ S600 গার্ড এবং বিএমডব্লিউ 760Li গাড়ি ব্যবহার করেন। বিএমডব্লিউ 760Li গাড়িটির দাম প্রায় ৮.৭ কোটি টাকা। এই গাড়ির দাম এতটাই বেশি যে, যেকোনো স্পোর্টস কারকে টেক্কা দেবে। বিশষ কিছু ফিচার্স আছে যার জন্য এই গাড়ির দাম এত বেশি। সবকটা জানলাতে আছে ৬৫ মিলিমিটারের বুলেটপ্রুফ কাচ। ১৭ কিলোগ্রাম পর্যন্ত TNT বিস্ফোরণেও কিছু হবে না এই গাড়িতে। বিএমডব্লিউ 760Li গাড়িটি ফায়ারপ্রুফও।
মুকেশ আম্বানির কাছে দামি গাড়ি ছাড়াও আছে ২টি রয়্যাল এনফিল্ড বাইক। মুকেশ আম্বানি উপহার পেয়েছিলেন ২টি কাস্টম বিল্ট রয়্যাল এনফিল্ড বুলেট। বাইকে আছে বড় প্রোটেক্টিভ ভাইজর। প্রোটেক্টিভ ভাইজর থাকলে, চালকের চোখ রক্ষা পাবে সূর্যের তাপ এবং ধুলো-বালি থেকে। বাইকে আছে একটি বড় বক্স । এই বক্সের জন্য অতিরিক্ত স্টোরেজ পাবেন। এনফিল্ড বুলেটে নীল-হলুদ স্ট্রাইপের সঙ্গে থাকবে সাদা রঙের ডিজাইন। পুলিশ লাইটও পাওয়া যাবে এনফিল্ড বুলেটে। এই লাইট দেওয়া হয় নিরাপত্তার জন্য। মুকেশ আম্বানি যে গাড়িতে চলাফেরা করেন,সেই গাড়িতে থাকে বিশেষ নিরাপত্তা। মুকেশ আম্বানি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। তিনি মার্সিডিজ মেব্যাক বেঞ্জ S600 গার্ড এবং বিএমডব্লিউ 760Li গাড়ি ব্যবহার করেন। বিএমডব্লিউ 760Li গাড়িটির দাম প্রায় ৮.৭ কোটি টাকা। এই গাড়ির দাম এতটাই বেশি যে, যেকোনো স্পোর্টস কারকে টেক্কা দেবে। বিশষ কিছু ফিচার্স আছে যার জন্য এই গাড়ির দাম এত বেশি। সবকটা জানলাতে আছে ৬৫ মিলিমিটারের বুলেটপ্রুফ কাচ। ১৭ কিলোগ্রাম পর্যন্ত TNT বিস্ফোরণেও কিছু হবে না এই গাড়িতে। বিএমডব্লিউ 760Li গাড়িটি ফায়ারপ্রুফও।